বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে (BJP) যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ এর পর একাধিক জনসভায় নির্বাচনী প্রচারে গিয়ে নিজের জনপ্রিয় বিভিন্ন সিনেমার সংলাপ বলেন মিঠুন৷ তার মধ্যে ছিল এই সংলাপটিও৷ মিঠুন চক্রবর্তীর এই সংলাপ ভোট পরবর্তী অশান্তিতে উস্কানি দিয়েছে, এই অভিযোগ করে মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়৷ সেই এফআইআর খারিজের আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন মিঠুন৷
advertisement
আরও পড়ুন: রাজনীতিতে উৎসাহ দিয়েছেন মা, বড় দায়িত্ব পেলেও সুকান্তকে নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার!
শুক্রবার মিঠুন চক্রবর্তীর করা এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ মিঠুন চক্রবর্তীর এই সংলাপ নিজের কানে শুনতে চান৷ যেহেতু এখন ভার্চুয়াল শুনানি চলছে, তাই প্রত্যেকটি এজলাসেই বিচারপতিদের কাছে ল্যাপটপ থাকে৷ সেই ল্যাপটপেই মিঠুনের এই সংলাপ শোনেন বিচারপতি কৌশিক চন্দ৷ মিঠুনের আমি জলঢোড়া নেই, বেলে বোরা নই সংলাপ শুনে হাইকোর্টের এজলাসেও হাসির রোল ওঠে৷ কিছুটা হাল্কা মেজাজেই বিচারপতি প্রশ্ন করেন, 'এই সংলাপের সঙ্গে ভোট পরবর্তী হিংসার যোগ কোথায়?'
যদিও পাল্টা সওয়াল করতে গিয়ে মুখ্য সরকারি আইনজীবী শ্বাশত গোপাল মুখোপাধ্যায় মিঠুনের এই সংলাপকে বিদ্বেষমূলক বলে অভিযোগ করেন৷ নির্দিষ্ট সময় পেরিয়েও দীর্ঘ সময় ধরে অতীতের বিভিন্ন মামলার উদাহরণ টেনে সওয়াল করেন৷ এমন কি, ১৯২২ সালের কলকাতা হাইকোর্টের রায়কেও হাতিয়ার করলেন তিনি৷ শেষ পর্যন্ত অবশ্য শুক্রবার মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৌশিক চন্দ৷ মামলার রায়ে মিঠুন স্বস্তি পান কি না, সেটাই দেখার৷
