একইসঙ্গে আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরাসরি সম্প্রচারিত হবে মামলার শুনানি। অন্য কেউ মামলার শুনানিতে সংযুক্ত হতে চাইলে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেল। আদালত সূত্রে খবর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: যদি ‘কুকুর’ হঠাৎ তাড়া করে..! সঙ্গে সঙ্গে করুন এই ‘কৌশল’, জানুন বিশেষজ্ঞের ‘টিপস’!
advertisement
প্রসঙ্গত, হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা গত সপ্তাহে। আইপ্যাক কাণ্ড ঘিরে এজলাসের ভিড় ও বিশৃঙ্খলার জেরে স্থগিত হয়ে যায় মামলা। ইডি- তৃণমূল দুই মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত। আগামিকাল অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। তারই পরবর্তী শুননি বুধবার।সাম্প্রতিক সময়ে এভাবে মামলা পিছোনোর নজির নেই।
অন্যদিকে ইতিমধ্যেই আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। এক্ষেত্রে একটি মামলা দায়ের হয়েছে ইডির তরফে ও অন্য একটি মামলা দায়ের করা হয়েছে ইডির তিন আধিকারিকের তরফে।
