TRENDING:

SSC: আজই সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, এসএসসি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

Last Updated:

শুধু তাই নয়, বেআইনি নিয়োগের জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার উৎস খুঁজে বের করতে সিঙ্গল বেঞ্চ প্রয়োজনে পদক্ষেপ করতে পারে বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি-র নবম- দশমে শিক্ষক নিয়োগ ও গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশেই সিলমোহর দিল িডভিশন বেঞ্চ৷ এই সংক্রান্ত সাতটি মামলাতেই সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্ত এবং অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন, তাই বহাল রেখেছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷
আজই সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷
আজই সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷
advertisement

ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পরই একগুচ্ছ নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজই সন্ধে ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

এই নির্দেশের অর্থ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ এই মুহূর্তের িসঙ্গল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ কোনওরকম হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি৷ এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা প্রক্রিয়া থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল ডিভিশন বেঞ্চ।

advertisement

আরও পড়ুন: সিবিআই হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আবেদন মন্ত্রী পরেশ অধিকারীর

শুধু তাই নয়, বেআইনি নিয়োগের জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার উৎস খুঁজে বের করতে সিঙ্গল বেঞ্চ প্রয়োজনে পদক্ষেপ করতে পারে বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ এই নির্দেশের মাধ্যমে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চেরই হাত শক্ত করল বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রত্যেককেই এতদিনের পাওয়া বেতন সরকারকে ফিরিয়ে দিতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এ দিন রায় দিতে গিয়ে দুই বিচারপতি পর্যবেক্ষণে বলেন, সরকারি নিয়োগে বেনিয়মের অভিযোগে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক, তৎকালীন শিক্ষামন্ত্রীর নাম জড়িয়েছে৷ এই অবস্থায় সিঙ্গল বেঞ্চের বিচার প্রক্রিয়ায় স্বাভাবিক ন্যায়বিচার প্রক্রিয়া থেকে কেউ বঞ্চিত হয়নি বলেই পর্যবেক্ষণে জানিয়েছে ডিভিশন বেঞ্চ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: আজই সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, এসএসসি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল