বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে মামলা করল রাজ্যের শাসক দল। এই মামলায় দ্রুত শুনানির প্রয়োজন নেই, জানাল আদালত। নির্বাচন কমিশন জানিয়েছে শীঘ্রই রাজ্যে SIR কার্যকর হবে। সূত্রের খবর, জেলাশাসকরা রাজনৈতিক দলগুলিকে নোটিস দিয়েছে বুথ লেভেল এজেন্টদের নাম দেওয়ার জন্য।
advertisement
এ প্রসঙ্গে আদালতে মামলাকারী আইনজীবী অর্ক নাগ জানান, ‘‘BLA সাধারণত ভোট গ্রহণ দিনের ৭ দিন আগে চাওয়া হয়। কমিশন চাইছে ভোটের ১ বছর আগেই বুথ এজেন্ট দের নাম প্রকাশ করে দিতে৷। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলি কে তাদের BLA-দের নাম জানাতে বলছে।’’
বিচারপতি অমৃতা সিনহা জানান, ‘‘এখানে গোপনীয়তা কোথায় জড়িয়ে রয়েছে? এটা শুধু মামলাকারী তৃণমূল কংগ্রেসের জন্য নয় সমস্ত রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য।’’ আইনজীবী অর্ক নাগ জানান, ‘‘আমরা আমাদের সমস্যার কথা জানাচ্ছি আদালত কে। বাকিরা হয়ত তা মেনে নিচ্ছে।’’