TRENDING:

‘আধার বাধ্যতামূলক, তারপরও কেন আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে?’ কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

Last Updated:

‘আধার বাধ্যতামূলক, তারপরও কেন আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে?’ কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: আধার নিয়ে কেন্দ্রের কাজে ক্ষুব্ধ হাইকোর্ট। আধার না মেলায় আদালতের দ্বারস্থ হন সেরিব্রাল পলসিতে আক্রান্ত বড়িশার বাসিন্দা সনৎ মৈত্র। সেই মামলায় ১৩ -ই নভেম্বরের মধ্যে কেন্দ্রের জবাবদিহি তলব করেছেন বিচারপতি দেবাংশু বসাক। আধার বাধ্যতামূলক করা সত্ত্বেও কেন আদালতকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে ? প্রশ্ন বিচারপতির।
advertisement

আধারকার্ড করতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেরিব্রাল পলসিতে আক্রান্ত বড়িশা কৈলাশ ঘোষ স্ট্রিটের বাসিন্দা সনৎ মৈত্রের পরিবার। ছোট থেকেই সেরিব্রাল পলসিতে আক্রান্ত সাতাশ বছরের সনৎ। সোজা হয়ে হাঁটতে বা বসতে পারেন না। হাতও সোজা রাখতে অসুবিধা হয়। ৮৩ শতাংশ শারীরিকভাবে অক্ষম সনৎ ।

পরিবারের অভিযোগ, বিভিন্ন ক্যাম্পে আধার কার্ড তৈরি করতে গিয়ে বার বারই বাতিল হয়ে যায় অ্যাপ্লিকেশন। নিয়মমত, এই ধরণের রোগীর ক্ষেত্রে বাড়ি গিয়ে বায়োমেট্রিক তথ্য জোগাড় করার কথা আধিকারিকদের। কিন্তু সনতের ক্ষেত্রে চিঠি দিয়ে অনুরোধ করা সত্ত্বেও কেউ আসেননি বাড়িতে। রাজ্যের প্রতিবন্ধী কমিশনে জানিয়েও লাভ হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সনতের পরিবার। ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক।

advertisement

বিচারপতির প্রশ্ন,

------ আধারকার্ডের জন্য কেন মানুষকে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে?

------কেন্দ্র বার বার বলেছে সবকিছুতে আধার বাধ্যতামূলক

---এখনই আধার কার্ড বানানো না হলে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলবে না

-----তারপরও কেন মানুষ আবেদন করেও আধার পাচ্ছেন না ?

----কেন সেরিব্রাল পলসিতে আক্রান্ত ব্যক্তিকেও হাইকোর্টে আসতে হল?

--কেন সেরিব্রাল পলসিতে আক্রান্তকে আদালতে আসতে হচ্ছে?

advertisement

শারীরিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আধার তৈরিতে সফটওয়্যার আছে। শুনেছেন তাঁরা। কিন্তু তা কার্যকর হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছেন সনতের পরিবারের।

কেন্দ্রের তরফে আইনজীবী জানান, সফটওয়্যার আপডেট করতে সময় লাগছে।

এই ঘটনায় আদালতের পর্যবেক্ষণ,

----সংশ্লিষ্ট আধিকারিকদের কর্তব্য শারীরিকভাবে পিছিয়ে পড়া ব্যাক্তির বাড়ি গিয়ে আধারকার্ড তৈরি করে দেওয়া

----১৩ নভেম্বরের মধ্যে এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কেন্দ্রকে

advertisement

হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি সনতের বাবা। তিনি জানান, এর ফলে উপকার হবে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা এরকম অনেক সনতদের। ১৩-ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আধার বাধ্যতামূলক, তারপরও কেন আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে?’ কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের