আধারকার্ড করতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেরিব্রাল পলসিতে আক্রান্ত বড়িশা কৈলাশ ঘোষ স্ট্রিটের বাসিন্দা সনৎ মৈত্রের পরিবার। ছোট থেকেই সেরিব্রাল পলসিতে আক্রান্ত সাতাশ বছরের সনৎ। সোজা হয়ে হাঁটতে বা বসতে পারেন না। হাতও সোজা রাখতে অসুবিধা হয়। ৮৩ শতাংশ শারীরিকভাবে অক্ষম সনৎ ।
পরিবারের অভিযোগ, বিভিন্ন ক্যাম্পে আধার কার্ড তৈরি করতে গিয়ে বার বারই বাতিল হয়ে যায় অ্যাপ্লিকেশন। নিয়মমত, এই ধরণের রোগীর ক্ষেত্রে বাড়ি গিয়ে বায়োমেট্রিক তথ্য জোগাড় করার কথা আধিকারিকদের। কিন্তু সনতের ক্ষেত্রে চিঠি দিয়ে অনুরোধ করা সত্ত্বেও কেউ আসেননি বাড়িতে। রাজ্যের প্রতিবন্ধী কমিশনে জানিয়েও লাভ হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সনতের পরিবার। ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক।
advertisement
বিচারপতির প্রশ্ন,
------ আধারকার্ডের জন্য কেন মানুষকে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে?
------কেন্দ্র বার বার বলেছে সবকিছুতে আধার বাধ্যতামূলক
---এখনই আধার কার্ড বানানো না হলে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলবে না
-----তারপরও কেন মানুষ আবেদন করেও আধার পাচ্ছেন না ?
----কেন সেরিব্রাল পলসিতে আক্রান্ত ব্যক্তিকেও হাইকোর্টে আসতে হল?
--কেন সেরিব্রাল পলসিতে আক্রান্তকে আদালতে আসতে হচ্ছে?
শারীরিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আধার তৈরিতে সফটওয়্যার আছে। শুনেছেন তাঁরা। কিন্তু তা কার্যকর হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছেন সনতের পরিবারের।
কেন্দ্রের তরফে আইনজীবী জানান, সফটওয়্যার আপডেট করতে সময় লাগছে।
এই ঘটনায় আদালতের পর্যবেক্ষণ,
----সংশ্লিষ্ট আধিকারিকদের কর্তব্য শারীরিকভাবে পিছিয়ে পড়া ব্যাক্তির বাড়ি গিয়ে আধারকার্ড তৈরি করে দেওয়া
----১৩ নভেম্বরের মধ্যে এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কেন্দ্রকে
হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি সনতের বাবা। তিনি জানান, এর ফলে উপকার হবে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা এরকম অনেক সনতদের। ১৩-ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}