ক্যাফের কর্ণধারদের মধ্যে একজন, প্রদীপ্তা চট্টোপাধ্যায় এই অনুষ্ঠান সম্পর্কে বললেন, “শিশু দিবসে আমরা শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতিটি শিশুই বিশেষ এবং অনন্য। তাদের একটি উন্নত জীবন উপহার দিতে, তাদের শৈশবকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শিশুরা বাগানে ফুটে থাকা ফুলের কুঁড়ির মতো। তাদের যত্ন সহকারে এবং ভালবেসে লালন-পালন করা উচিত। কারণ তারা আগামী দিনের ভবিষ্যত এবং দেশের নাগরিক। এই বিশেষ দিনটির জন্য সকল শিশুদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’’
advertisement
ক্যাফের ঠিকানাও শহরের ক্রিমে। সাদার্ন এভিনিউয়ের বাইলেনে, লেক মল থেকে হাঁটা দূরত্বে। ডিমের নানা ধরনের ডিশ পাওয়া যায়। এছাড়াও তাদের মেনু বেশ নজরকাড়া। ক্যাফের পরিবেশ খুবই আরামদায়ক। কর্মীরাও বেশ বন্ধুত্বপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 3:44 PM IST