২০২১-এর ভোটে নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই অস্ত্রেই বিজেপিকে রোখার কৌশল তৃণমূলনেত্রীর। সোমবার থেকেই রাস্তায় নামছেন মমতা।
সোমবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। মেয়ো রোডের গান্ধি মূর্তি হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত।
মঙ্গলবারও মিছিল করবে তৃণমূল কংগ্রেস। এ দিন দুপুরে যাদবপুর এইটবি থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মিছিল হবে। বুধবার মিছিল হবে হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত।
advertisement
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে জেলা, রবিবারও প্রতিবাদ মিছিল করল শাসক দল। মিছিল থেকে শান্তি বজায় রাখার বার্তা তৃণমূল নেতৃত্বের। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের রূপরেখা তৈরি করে দিয়েছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিরুদ্ধে সোমবার থেকে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই জেলায় জেলায় তৃণমূলের শান্তিপূর্ণ-প্রতিবাদ মিছিল।
CAA বিরোধিতায় আন্দোলনের নামে হিংসা। CAA-এর বিরোধিতায় গত শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্ত উত্তপ্ত। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনায় উদ্বেলিত রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল ৷ আগামিকাল সকাল ১০ মুখ্যসচিব রাজীব সিনহা ও ডিজি বীরেন্দ্রকে রাজভবনে আসতে বলা হয়েছে ৷