TRENDING:

নাগরিকত্ব আইনের প্রতিবাদে গন্ডগোল, শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Last Updated:

শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রতিবাদের নামে হিংসা মানা যায় না। বার্তা রাজ্যপালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগরিকত্ব বিলের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ-ভাঙচুর। শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রতিবাদের নামে রাজ্যে গন্ডগোল হচ্ছে বলে মন্তব্য রাজ্যপালের। রাজ্যে গন্ডগোলে দুঃখিত বলেও জানান তিনি। শপথবাক্য মানা উচিত মুখ্যমন্ত্রীর। এমনটাও মন্তব্য করেন তিনি। রাজ্যপাল হিসেবে কর্তব্য পালন করব। সংবিধান ও আইন রক্ষা করব। নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইন হয়ে গিয়েছে। তাই আইনকে সম্মান জানানো উচিত।
advertisement

advertisement

উত্তর-পূর্বের অশান্তির আঁচ এরাজ্যেও। নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়ে পড়ল বেশ কয়েকটি জেলায়। নতুন আইনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগণার মতো বেশ কয়েকটি জেলা। উলুবেড়িয়া, খড়দার মতো অনেক এলাতেই বিক্ষোভে থমকে গেল জনজীবন।

বেলডাঙ্গা স্টেশনে আগুন লাগান বিক্ষোভকারীরা। স্টেশনে ভাঙচুর চলে। বেলডাঙার বড়ুয়া মোড়েও বিক্ষোভ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে।

advertisement

নাগরিকত্ব আইনের বিরোধিতায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। ভাখুরি মোড়ে জমায়েত থেকে ক্রমশ ছড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। নাগরিক মঞ্চের ব্যানারে বিক্ষোভ চলে।

রঘুনাথগঞ্জেও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় মানুষ। রেজিনগর ও ডোমকলেও বিক্ষোভ হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিক্ষোভের জেরে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নাগরিকত্ব আইনের প্রতিবাদে গন্ডগোল, শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল