TRENDING:

Shantanu Thakur on CAA: সাত দিনের মধ্যেই লাগু হবে CAA! কাকদ্বীপের সভায় বড় দাবি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর..যা বললেন

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অতীতের বক্তব্যকে মাথায় রেখেই শান্তনু ঠাকুরের এ হেন মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এর আগেও অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, ‘‘এই আইন এই মাটির আইন৷ কোনও শক্তি এই আইন কার্যকর হওয়া আটকাতে পারবে না৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: আর দেরি নেই৷ মাত্র এক সপ্তাহ৷ আর এক সপ্তাহের মধ্যেই নাকি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতেই লাগু হবে নাগরকিত্ব সংশোধনী আইন (Citizenship (Amendment) Act অথবা CAA)৷ দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে রবিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা তথা মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর৷
advertisement

রবিবার কাকদ্বীপে বুথ কর্মীদের একটি সভায় বিজেপি নেতা বলেন, ‘‘আমি গ্যারান্টি দিতে পারি, আগামী ৭ দিনে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে CAA লাগু হতে চলেছে৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অতীতের বক্তব্যকে মাথায় রেখেই শান্তনু ঠাকুরের এ হেন মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এর আগেও অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, ‘‘এই আইন এই মাটির আইন৷ কোনও শক্তি এই আইন কার্যকর হওয়া আটকাতে পারবে না৷’’

advertisement

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে কি এবার অভিষেকের বিপরীতে নওশাদ? জোর জল্পনা..নিজের কেন্দ্রে আজ বিশেষ কর্মসূচি তৃণমূল নেতার

গত বছরের ডিসেম্বর মাসে কলকাতার এলপ্লানেডের জনসভায় বক্তৃতা করার সময় অমিত শহ জানিয়েছিলেন, CAA লাগু করার বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার বদ্ধপরিকর৷

আরও পড়ুন: লোকসভার জন্য আটঘাট বাঁধছে বিজেপি! ৩ নেতাকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করলেন মোদি-শাহ-নড্ডা, কারা তাঁরা?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

নাগরিকত্ব (সংশোধন) আইনটি ২০১৯ সালের ১১ ডিসেম্বর পাশ হয় সংসদে৷ পরের দিনই তা রাষ্ট্রপতির সম্মতি পায়৷ পরে এটি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইন পাশ হওয়ার বিষয়টি জানানো হয়৷ ঘটনার পর পর দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ৷ প্রায় ৮৩ জন এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন আহত বা নিহত হয়েছিলেন বলে খবর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Shantanu Thakur on CAA: সাত দিনের মধ্যেই লাগু হবে CAA! কাকদ্বীপের সভায় বড় দাবি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর..যা বললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল