রবিবার কাকদ্বীপে বুথ কর্মীদের একটি সভায় বিজেপি নেতা বলেন, ‘‘আমি গ্যারান্টি দিতে পারি, আগামী ৭ দিনে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে CAA লাগু হতে চলেছে৷’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অতীতের বক্তব্যকে মাথায় রেখেই শান্তনু ঠাকুরের এ হেন মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এর আগেও অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, ‘‘এই আইন এই মাটির আইন৷ কোনও শক্তি এই আইন কার্যকর হওয়া আটকাতে পারবে না৷’’
advertisement
গত বছরের ডিসেম্বর মাসে কলকাতার এলপ্লানেডের জনসভায় বক্তৃতা করার সময় অমিত শহ জানিয়েছিলেন, CAA লাগু করার বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার বদ্ধপরিকর৷
নাগরিকত্ব (সংশোধন) আইনটি ২০১৯ সালের ১১ ডিসেম্বর পাশ হয় সংসদে৷ পরের দিনই তা রাষ্ট্রপতির সম্মতি পায়৷ পরে এটি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইন পাশ হওয়ার বিষয়টি জানানো হয়৷ ঘটনার পর পর দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ৷ প্রায় ৮৩ জন এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন আহত বা নিহত হয়েছিলেন বলে খবর৷
