TRENDING:

Santanu Sen Controversy: ভুয়ো ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করছেন তৃণমূলের চিকিৎসক নেতা? খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের

Last Updated:

তৃণমূল নেতা শান্তনু সেন ভুয়ো মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছেন বলে দাবি করে রাজ্যপালের কাছে অভিযোগ করে চিকিৎসক কুণাল সাহার সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে তৎপর হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তৃণমূল নেতা চিকিৎসা করতে গিয়ে সত্যিই জাল মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেন রাজ্যপাল৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে এই নির্দেশ দিয়েছেন তিনি৷
রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
advertisement

তৃণমূল নেতা শান্তনু সেন ভুয়ো মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছেন বলে দাবি করে রাজ্যপালের কাছে অভিযোগ করে চিকিৎসক কুণাল সাহার সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট৷ তার পরই রাজ্যপাল শান্তনু সেনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন৷ ওই সংস্থার পক্ষ থেকে যে চিঠি রাজ্যপালের কাছে জমা পড়েছে, সেটিও রাজ্য সরকারকে পাঠিয়েছেন রাজ্যপাল৷

advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও শান্তনু সেনের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে৷ ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ যদিও মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন তৃণমূলের চিকিৎসক নেতা৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে অবশ্য রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যপালের এই নির্দেশের পর রাজ্য স্বরাষ্ট্র দফতর কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Santanu Sen Controversy: ভুয়ো ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করছেন তৃণমূলের চিকিৎসক নেতা? খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল