গতকাল রাজ্যপাল দেখাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কিন্তু শাহের সঙ্গে বৈঠকে কী কথা হল সেই বিষয়ে মুখ খুলতে চাননি রাজ্যপাল। মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের দিনেও সকালে কলকাতা বিমানবন্দরে নেমেই সরাসরি তিনি চলে যান ভাঙর, বসিরহাট, দেগঙ্গা এলাকায় নির্বাচনী গণনার দিনের পরিস্থিতি খতিয়ে দেখতে। মঙ্গলবার বিকেলে রাজ ভবনে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তিনি জানান, ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই বিভেদ ভুলে সবাইকে একজোট হয়ে হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়ার আবেদন জানান রাজ্যপাল।
advertisement
আরও পড়ুন: ‘তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরেছে, আরও বাড়াতে হবে!’ ফল দেখে দাবি শুভেন্দুর
রাজ্যপালকে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এড়িয়ে যান বিষয়টি। এ বিষয়ে রাজ্যপাল বলেন, “আমার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রের সংবিধানিক সহকর্মীদের যা যা কথা হবে, সেগুলি আমাদের মধ্যেই থাকবে। সঠিক সময়ে সেগুলি আপনারা জানতে পারবেন।”
নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিলেন বিরোধীরা। রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানাতে থাকেন তাঁরা। শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক সেই জল্পনায় তৈরি করেছিল বিরোধী মহলে। কিন্তু বৈঠকের মূল বিষয়বস্তু কার্যত উহ্য রাখলেন রাজ্যপাল।
প্রসঙ্গত, নির্বাচনী ফল প্রকাশের দিনও স্পর্শকাতর জায়গাগুলি ঘুরে দেখেন রাজ্যপাল৷ সাম্প্রতিক অতীতে ভাঙরের যে যে জায়গা গুলি অশান্ত হয়ে উঠেছিল সেই জায়গাগুলি ছাড়াও বসিরহাট দেগঙ্গার মতো জায়গাও ঘুরে দেখেন রাজ্যপাল। সূত্রের খবর বসিরহাট , দেগঙ্গার মতো এলাকায় অশান্তির কোনও ছবি সেভাবে চোখে না পড়ায়, এলাকায় ঘুরলেও গাড়ি থেকে আর নামেননি রাজ্যপাল।