TRENDING:

পালিত ছেলে ও বউমার অত্যাচার, হাইকোর্টের নির্দেশে প্রায় ১ বছর পর বাড়িতে ফিরলেন শিক্ষাবিদ ভবেশ মৈত্র

Last Updated:

পালিত ছেলে ও বউমার অত্যাচার, হাইকোর্টের নির্দেশে প্রায় ১ বছর পর বাড়িতে ফিরলেন শিক্ষাবিদ ভবেশ মৈত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাইকোর্টের নির্দেশে প্রায় এক বছর পর নিজের বাড়িতে ফিরলেন শিক্ষাবিদ ভবেশ মৈত্র। অভিযোগ, পালিত ছেলে ও বউমার অত্যাচারে গত বছর নভেম্বর মাস থেকেই বাড়িছাড়া ছিলেন অশীতিপর। গতকালই, তাঁকে চব্বিশ ঘণ্টার মধ্যে সল্টলেকের এইচ এ ব্লকের বাড়িতে ফেরানোর নির্দেশ দেয় হাইকোর্ট।
advertisement

গত এক বছর ধরে এই প্রশ্নই কুরে কুরে খেয়েছে শিক্ষাবিদ ভবেশ মৈত্রকে। বয়স সাতাশি। চেহারার থাবা বসিয়েছে জরা। এখন কে দেখবে?

স্ত্রী মারা গিয়েছেন। আছে, পালিত ছেলে ও বউমা। তাঁরা পাশে দাঁড়াননি এই অশীতিপরের? আসলে, সেখান থেকেই জন্ম নিয়েছে অস্তিত্বের সংকট। তার জেরেই জীবনের শেষপ্রান্তে এসে এমন দোলাচলে বৃদ্ধ।

- সল্টলেকের এইচ এ ব্লকের বাড়ি ভবেশ মৈত্রের

advertisement

- পালিত ছেলে আশিস সেনগুপ্তের নামে ওই বাড়ি উইল করে দেন ভবেশ মৈত্রের স্ত্রী

- স্ত্রীর মৃত্যুর পর নিজের সারা জীবনের সঞ্চয়ের অধিকারও পালিত ছেলেকে দেন ভবেশ মৈত্র

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিযোগ, এরপরই শুরু হয় পালিত ছেলে ও বউমার অত্যাচার। তার জেরে গত বছরের ৬ নভেম্বর নিজের বাড়ি ছাড়তে হয় ভবেশ মৈত্রকে। কিন্তু, হাল ছাড়েননি তাঁর আত্মীয় ও ছাত্ররা। নিঃস্ব বৃদ্ধের পাশে দাঁড়ান তাঁরা। হাইকোর্টে শুরু হয় বৃদ্ধের অধিকারের দাবিতে মামলা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পালিত ছেলে ও বউমার অত্যাচার, হাইকোর্টের নির্দেশে প্রায় ১ বছর পর বাড়িতে ফিরলেন শিক্ষাবিদ ভবেশ মৈত্র