TRENDING:

Durga Puja 2022: কৃষককে পুজোর মধ্য দিয়ে মহাপঞ্চমীর সন্ধ্যাবেলা শুরু হবে পুজো

Last Updated:

পাশের দূরের গ্রামে বাবুদের বাড়িতে পুজো দেখতে যেত হয়। তাই আমরা ক্ষেতমজুরা মিলিত আহ্বানে এবছর প্রথম দুর্গাপুজো করছি আমাদের গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাণ্ডুরাজার ঢিবির পাশে প্রাচীন গ্রাম গোপালপুর। ১১৭৬ বঙ্গাব্দের মন্বন্তরে ও অজয়ের ৮৬ সালের বন্যসহ একাধিক বার ১৮ পাড়া গ্রামটি ধ্বংস হয়েছে।পাঁচটি দুর্গাতলার ইতিহাস জড়িয়ে থাকলেও, কোনো পুজো হয় না ৩৫০-৪০০ বছর ধরে গ্রামটিতে। সেই গোপালপুর উল্লাসপুর গ্রামের ১২০ ঘর মানুষের বেশির ভাগই খেতমজুর, কৃষি শ্রমিকের পরিবার।পরিবার পিছু ৩০০ টাকার একদিনের মজুরি দিয়ে, প্রথম হতে চলেছে দুর্গা পুজো।
Durga Puja will be started
Durga Puja will be started
advertisement

এবার পুজোটি হবে উল্লাসপুর গোপালপুর শিশুশিক্ষা কেন্দ্রের মাঠে।উদ্যোক্তাদের কয়েকজন জানান, আমাদের এই মিশে থাকা গ্রামে দুটি মিলে গরিবদের এই সমবেত পুজো আগে ছিল না। পাশের দূরের গ্রামে বাবুদের বাড়িতে পুজো দেখতে যেত হয়। তাই আমরা ক্ষেতমজুরা মিলিত আহ্বানে এবছর প্রথম দুর্গাপুজো করছি আমাদের গ্রামে। সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের কারিগর এলাকার সংস্থা "সহজ সেবা ও সংস্কৃতি শিক্ষা মিশন" এবং "পাণ্ডুরাজা প্রত্ন গবেষণা কেন্দ্র" লেখক রাধামাধব মণ্ডলের উদ্যোগে এসে পাশে দাঁড়িয়েছে এবং নানান লোকসংস্কৃতির অনুষ্ঠানেরও আয়োজন করছে এই সংস্থাটিই।

advertisement

আরও পড়ুন - Lifestyle Tips: ভ্যাপসা গরমে কোনও সবজিই তরতাজা রাখা দায়! রইল টিপস

একসময় পাণ্ডুরাজার ঢিবি খনন করতে এসেছিল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ, সেই ১৯৬২,১৯৬৩,১৯৬৪,১৯৬৫ এবং ১৯৮৫ র খননে শ্রমিক হিসেবে অংশগ্রহণ করেছিল বেশি উল্লাসপুর গোপালপুর থেকেই। সেই খননের একমাত্র জীবিত শ্রমিক ভক্তিপদ মেটে বলেন, আমাদের দুই গ্রামের ছেলে মিলে এই পুজোটি করছে, সঙ্গে লেখক রাধামাধব মণ্ডলের বিশেষ উদ্যোগ রয়েছে। আমাদের এবারের পুজোর থিম, ঐতিহ্যের বর্ধমান, ইতিহাস, সংস্কৃতি ও প্রশাসন।

advertisement

মূল পুজোটি পরিচালনা করছে উল্লাসপুর গোপালপুরের ৩০ জন মহিলাদের একটি দল। তাদের মধ্যে রাখী মণ্ডল, তাপসী মেটে, মিতালি কর্মকার, বন্দনা ঘোষ, মিঠু মেটে, চিন্তা মেটেরা জানায়, পুজোর চারদিনই আমাদের এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গ্রামের  'পাণ্ডুরাজা প্রত্ন গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে। আসছে কলকাতা থেকে কয়েকজন অভিনেতা, গায়ক গায়িকারাও।এবার এখানকার পুজোতে প্রতিমা গড়েছেন নিতাই পাল।

advertisement

রায়বেশে দলের রণনৃত্য হবে নবমীর দিন। আসছে বীরভূমের রহরা রায়বেশে নৃত্যের দল। বাসুদেব ভল্লা আসছেন রায়বেশে রণনৃত্য দেখাতে। এছাড়াও উদ্যোক্তাদের পরিধন কর্মকার, অজয় মেটে, কালোসোনা মেটে, প্রদীপ ঘোষ, নিমাই মেটে, কালীদাস মেটে, সন্দীপ ঘোষ, রতন কর্মকার, সুমন ঘোষ, জগা ঘোষরা জানায়, আমাদের এই পুজোটির উদ্বোধন হবে মহাপঞ্চমীর দিন সন্ধ্যেবেলা। গ্রামের দুজন কৃষককে পুজো করার মধ্যেদিয়ে এই উৎসবের শুরু হবে এদিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ABIR GHOSHAL

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: কৃষককে পুজোর মধ্য দিয়ে মহাপঞ্চমীর সন্ধ্যাবেলা শুরু হবে পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল