TRENDING:

Bus Route & Timetable: দিঘা থেকে দার্জিলিং, খাতড়া থেকে খয়রাশোল! নতুন বাসে কম সময়ে পাড়ি দিন দূরপাল্লার পথ 

Last Updated:

Bus Route & Timetable: বর্ধমানে আউটসোর্সিং করে এমন একটি কেন্দ্র গড়ে তোলা হবে। দুর্গাপুরের দুটি ইলেকট্রিক বাসের জন্যও চার্জিং স্টেশন হচ্ছে। এছাড়া আসানসোলের কালিপাহাড়িতেও হবে একটি চার্জিং স্টেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ১০৬টি নতুন বাস কিনছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এর জন্য রাজ্য সরকার দিচ্ছে ৪১ কোটি টাকা। এর জন্য টেন্ডার করা হয়েছে। এর মধ্যে আসানসোল ও দুর্গাপুরের জন্য কেনা হচ্ছে ১৫টি সিএনজি চালিত বাস। আর দুটি ইলেকট্রিক বাস কেনা হয়েছে দুর্গাপুরের জন্য।এসবিএসটিসি–র চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন, ‘‘গণপরিবহণ থেকে আয় এখন অনেক বেড়েছে। আসানসোল-দুর্গাপুর রুটে যে ১৫টি সিএনজি চালিত বাস চলাচল করবে, তার জন্য দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, বর্ধমানে নিজস্ব সিএনজি কেন্দ্র গড়ে তুলেছে এসবিএসটিসি।’’
৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর
৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর
advertisement

বর্ধমানে আউটসোর্সিং করে এমন একটি কেন্দ্র গড়ে তোলা হবে। দুর্গাপুরের দুটি ইলেকট্রিক বাসের জন্যও চার্জিং স্টেশন হচ্ছে। এছাড়া আসানসোলের কালিপাহাড়িতেও হবে একটি চার্জিং স্টেশন।সুভাষ মন্ডল জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর রুটে বাসগুলি চলবে কল্যাণেশ্বরী, দিশেরগড়, চিত্তরঞ্জন, জামুড়িয়া হয়ে। ওই সব রুটে ভাল যাত্রী পাওয়া যাবে। এর পাশাপাশি আসানসোল থেকে ঝাড়খণ্ডের বোকারো ও দুর্গাপুর থেকে দেওঘরে বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

আগামী ১২ ডিসেম্বর দুর্গাপুর থেকে বাঁকুড়ার খাতড়া হয়ে পুরুলিয়ার বান্দোয়ান পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হবে। সুভাষ মণ্ডল আরও জানান, ‘‘ জঙ্গলমহল এলাকাতেও পরিষেবা বাড়ানো হচ্ছে। পূর্বতন পরিবহণমন্ত্রীর সময়ে বিভিন্ন রুটের ১৯২টি বাস বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। অথচ সেই বাসগুলোর তেলের খরচ আমরাই দিতাম। আমি দায়িত্ব নেওয়ার পরে ওই ১৯২টি রুটের বাসের নিয়ন্ত্রণ আবার আমরা হাতে নিয়ে নিয়েছি। সেই সময়ের তুলনায় উপার্জনও কিলোমিটার প্রতি ৩০ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে।’’ এর পাশাপাশি তিনি জানান, এই প্রথম দু’টি নতুন এসি বাস বাঁকুড়া এবং শিলিগুড়ির মধ্যে চলবে। গণপরিষেবায় জোর দিচ্ছে কেন্দ্র-সহ সব রাজ্যের সরকার। রাস্তায় কমেছে বাসের সংখ্যা, অভিযোগ সাধারণ যাত্রীদের। প্রশাসন সূত্রে খবর, পরিবহণ পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।

advertisement

আরও পড়ুন : এ বার ওয়াশিং মেশিনে কাচা হবে মানুষকেই! আসছে ‘Human Washing Machine’! আপনার মাথা থেকে পা পর্যন্ত ধুয়েকেচে সাফ করে শুকিয়ে দেবে মাত্র ১৫ মিনিটে!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবহণ দফতরের অধীনে থাকা বিভিন্ন নিগমে এই বড় সংখ্যায় বাস রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের মাধ্যমে বাসগুলি রাস্তায় নামবে। রাজ্যের সব জেলায় বাস বন্টন করবে ওই তিন নিগমই। জানা গিয়েছে, শীঘ্রই ওই বাসগুলি রাস্তায় নামবে।কলকাতায় ও পাশ্ববর্তী জেলায় বেসরকারি বাস এখন কমছে। সরকারি বাসও নতুন নামানো হয়নি বলেই খবর। সেজন্য যাত্রী ভোগান্তি চলছেই। বিধানসভা ভোটে গণ পরিবহণ একটা ইস্যু, তাই সেকথা মাথায় রেখেই পরিবহণ দফতর বড় সংখ্যায় বাস নামাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus Route & Timetable: দিঘা থেকে দার্জিলিং, খাতড়া থেকে খয়রাশোল! নতুন বাসে কম সময়ে পাড়ি দিন দূরপাল্লার পথ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল