এ দিন বেসরকারি গণ পরিবহণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের যৌথ ফোরামের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ সেখানে মূলত বাস ভাড়া এবং পুলিশি জুলুম নিয়ে আলোচনা হয়৷ রাজ্য পরিবহণ দফতরের পত্ষ থেকে অবশ্য স্পষ্ট বলে দেওয়া হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালের তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে বেসরকারি বাসে৷
advertisement
আরও পড়ুন: 'রাত ১২.১৫ পর্যন্ত অপেক্ষা', সুপ্রিম নির্দেশে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
বর্তমানে বাসে উঠলেই ১০ টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে৷ এর পরের ধাপগুলিতেও ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০১৮ সালের তালিকা অনুযায়ী বেসরকারি বাসে ৭ টাকা এবং মিনি বাসে ন্যূনতম ৮ টাকা করে ভাড়া নিতে হবে৷
বাস মালিকরা অবশ্য পাল্টা জানিয়ে দেন, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনি বাসে ৪৪ শতাংশ ভাড়া বাড়াতেই হবে৷ এর জন্য রাজ্য সরকারকে তিন সপ্তাহ সময় দিয়েছেন তাঁরা৷ তা না হলে রাস্তা থেকে বাস উধাও হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা৷ শেষ পর্যন্ত এই টানাপোড়েনের কোনও সমাধান সূত্র বেরোয় কি না, সেটাই এখন দেখার৷