বাসে থাকা ৭ যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে ডব্লিউবি 11 বি 3048 নম্বরের মিনি বাসটি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এসে দুর্ঘটনায় পড়ে। লাইট পোস্টে ধাক্কা মারে বাসটি। জানা গিয়েছে, বাসটি বিয়েবাড়িতে আমন্ত্রিতদের নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন: হাওড়া, শালিমার থেকে বাতিল ধৌলি, ফলকনুমার মতো একগুচ্ছ ট্রেন! জেনে নিন তারিখ
advertisement
দু'দিন আগেই বৈষ্ণবঘাটা পাটুলিতে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন ৪। ওই ঘটনায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে। বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনের মৃত্যু হয়। আহত চারজনকে ভর্তি করা হয় হাসপাতালে।
আরও পড়ুন: রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু বাংলায় ফের হবে বৃষ্টি! যা পূর্বাভাস...
তার ঠিক আগের দিনই ভোরবেলা উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে দুর্ঘটনা ঘটে। লরি ও গাড়ির সংঘর্ষের জেরে গুরুতর আহত হন এক ফুটপাথবাসী। আহত হন গাড়ির দুই আরোহীও। ভোর ৪টে ২০-তে বিবেকানন্দ রোডে দুর্ঘটনা ঘটে। লরির সঙ্গে সংঘর্ষের পর ল্যাম্পপোস্ট ভেঙে ফুটপাথে উঠে যায় গাড়ি। আহত তিনজনকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
