দুটি বাসেরই সামনের অংশ একেবারে ভেঙে-দুমড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের একসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ ছিলেন দীপঙ্কর দে! এখন কেমন আছেন, অবশেষে জানা গেল
ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দু’টি গাড়িতে। সল্টলেক-আমতলা রুটের বাস ছিল সেটি। এই বাসের ধাক্কায় আহত হয় একাধিক মানুষজন। বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তার কয়েক মাসের মধ্যেই সোমবার আবার ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুটি বাসের মধ্যে ধাক্কা। সবটা মিলিয়ে প্রবল চাঞ্চল্য এলাকায়।
advertisement
আরও পড়ুন: ম্যারাথন দৌড়ের আসর উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে! কারণ জানলে অবাক হবেন
প্রসঙ্গত, বেহালায় কয়েক মাস আগেই লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পড়ুয়ার বাবা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল সে। সেসময় মাটি বোঝাই একটি লরি তাঁদের ধাক্কা মারে।