শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ রোদের দেখা নেই ৷ গোটা শহরের আকাশ মেঘলা ৷ আবহাওয়া দফতরের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই সবই ‘ঘূর্ণিঝড়’ বুলবুলের ফল ৷
আবহাওয়া দফতরের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গতিপথ বদলাচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ৷ শনিবার সকালে অভিমুখ বদলাবে ‘বুলবুল’ ৷ রবিবার সকালের পর স্থলভাগে আছড়ে পড়বে সাগরদ্বীপ ও বাংলাদেশের ক্ষেপুপাড়াতে ৷ উপকূলের দুই এলাকার মাঝে আছড়ে পড়বে এই বুলবুল ৷
advertisement
আপাতত, কলকাতা থেকে ৭০০ কিমি দূরে রয়েছে ‘বুলবুল’ ৷ সাগরদ্বীপের ৫৮০ কিমি দূরে ঘূর্ণিঝড় ৷ আজই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুলবুল ৷ আর এই ঝড়ের জেরেই শুক্রবার থেকে বৃষ্টি দুই ২৪ পরগনা,পূঃ মেদিনীপুরে ৷ সঙ্গে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া রবিবার হাওয়ার গতিবেগ বাড়বে ৷
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা ৷ দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুরে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও ৷ ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতে ৷ সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ ৷ রবিবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ৷