TRENDING:

বহুতল হেলে বিপত্তি, যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিলজলা: পুরোন বহুতল ভেঙে পড়ার ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী বহুবার ৷ পুলিশ-প্রশাসনের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা জারির পরও টনক নড়েনি সাধারণ মানুষের ৷ ফের লক্ষ্মীপুজোর রাতে বহুতল হেলে গিয়ে আতঙ্ক ছড়াল তিলজলাতে ৷ যেকোনও মুহূর্তে বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷
advertisement

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে তিলজলার ১২/১১ নং শিবতলা লেনে ৷ ওই লেনেরই একটি বহুতল হেলে পড়েছে বেশ কিছুটা ৷ ওই হেলে পড়া বহুতলের পাশেই রয়েছে আরও একটি বহুতল ৷ সেই বহুতলের উপরই আপাতত বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বাড়িটি ৷

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১

advertisement

বুধবার সন্ধ্যেতে এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ৷ দমকল, কলকাতা এবং বিপর্যয় মোকাবিলা দল ৷ যুদ্ধকালীন পরস্থিতিতে গোটা বহুতলটি খালি করা হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বুধবার রাতেই বহুতলটির পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন  পুরসভার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ৷ আজই রিপোর্ট জমা দেবেন ইঞ্জিনিয়াররা ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তারা দেখেন, পাশাপাশি দু’টি বহুতলের মধ্যে পাঁচতলায় গিয়ে আর কোনও গ্যাুপ নেই ৷ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ৷ বহুতলের আশেপাশে যাতে স্থানীয় বাসিন্দারা না যেতে পারেন ৷ সেই কারণেই ঘিরে রাখা হয়েছে গোটা এলাকাটি ৷ বাড়িটি পুরোপুরি ঘিরে ফেলা হবে কিনা সেটি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বহুতল হেলে বিপত্তি, যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা