TRENDING:

Buddhadeb Bhattacharjee: দু কামরার ফ্ল্যাট, অ্যাম্বাসাডর আর ধুতি- পাঞ্জাবি৷ বুদ্ধদেব বরাবরই ব্যতিক্রমী

Last Updated:

ধুতি-পাঞ্জাবি পরে রাজনীতি, সাদা অ্যাম্বাসাডর গাড়ি চড়ে যাতায়াত, সাধারণ জীবনযাপন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যেন সমর্থক হয়ে গিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দু কামরার ছোট্ট ফ্লাট৷ নিজে যে ঘরে থাকতেন, সেটি আরও ছোট৷ মেঝে ছিল স্যাঁতস্যাঁতে৷ চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন যে সিওপিডি-র সমস্যা থাকায় ওই স্যাঁতস্যাঁতে ঘর তাঁর জন্য ঠিক নয়৷
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে একটি যুগের অবসান৷
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে একটি যুগের অবসান৷
advertisement

যদিও বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসকদের সেই পরামর্শ কানে তোলেননি৷ আজীবন পাম অ্যাভিনিউয়ের যে দু কামরার ফ্ল্যাটে কাটিয়েছেন, সেই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র যেতে রাজি হননি তিনি৷ শুধু শারীরিক সমস্যার ক্ষেত্রেই নয়, মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর নিরাপত্তার কথা ভেবেও পাম অ্যাভিনিউয়ের ওই ফ্ল্যাট ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছিল বুদ্ধদেবকে৷ তখনও রাজি হননি তিনি৷

আরও পড়ুন: বুদ্ধদেবের প্রয়াণে আজ রাজ্য সরকারি ছুটি ঘোষণা মমতার, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

advertisement

ধুতি-পাঞ্জাবি পরে রাজনীতি, সাদা অ্যাম্বাসাডর গাড়ি চড়ে যাতায়াত, সাধারণ জীবনযাপন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যেন সমর্থক হয়ে গিয়েছিল৷ রাজনীতিতে বরাবরের সৌজন্য বজায় রাখা কম কথার, প্রচার বিমুখ মানুষটি আজীবন নিজের এই নীতি বজায় রেখেছেন৷ বর্তমান বঙ্গ রাজনীতিতে যা বিরল৷ বুদ্ধদেবের প্রয়াণে তাই একটা যুগের অবসান হল, একথা বলাই যায়৷

বর্তমান বাম নেতাদের অনেকের বিরুদ্ধেই ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ ওঠে৷ কিন্তু ২০১১-য় নিজের এবং দলের পরাজয়ের পর রাজনীতি থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বুদ্ধদেব৷ যাদবপুর থেকে পরাজিত হওয়ার পর আর নির্বাচনী লড়াইয়ে নামেননি তিনি৷ অভি যদিও দলের প্রয়োজনে সবসময় সাড়া দিয়েছেন৷ অসুস্থ শরীরে ব্রিগেড সমাবেশে এসে গাড়িতে বসে থেকেছেন৷ নির্বাচন হোক বা দলের সমাবেশ, নিজে সশরীরে উপস্থিত হতে না পারলেও লিখিত বিবৃতি দিয়েছেন৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পার্ক সার্কাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে একই সমাবেশে উপস্থিত হয়ে অনুজ কংগ্রেস নেতাকে সাদরে বরণ করে নিয়েছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুখ্যমন্ত্রী হওয়ার আগে পরে কখনও বুদ্ধদেবের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি কেউ৷ ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সৌজন্যের অভাব আসেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে৷ রাজ ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি৷ বুদ্ধদেব তাই ছিলেন বরাবরের ব্যতিক্রমী৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee: দু কামরার ফ্ল্যাট, অ্যাম্বাসাডর আর ধুতি- পাঞ্জাবি৷ বুদ্ধদেব বরাবরই ব্যতিক্রমী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল