TRENDING:

Buddhadeb Bhattacharya: ‘যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে...’ ব্রিগেডের সমাবেশে বুদ্ধদেবের পাঠানো বার্তাতে রবীন্দ্রনাথ

Last Updated:

Buddhadeb Bhattacharya: ব্রিগেড সমাবেশের আগের রাতে, মানে শনিবার বুদ্ধদেবের বাড়িতে গিয়েছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ব্রিগেডের সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই ছবি বাংলার রাজনীতিতে এখনও আলোচিত হয় থেকে থেকেই৷ আজ তিনি ছিলেন না গণতান্ত্রিক যুব ফেডরেশনের সভায়৷ তবু, তিনি রইলেন৷ বার্তা পাঠালেন দু’লাইনের৷ তাতেও তিনি উদ্ধৃত করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে৷ ‘তাসের দেশ’, যে নাটক রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, সেই নাটকের গান থেকে উদ্ধৃত করলেন বুদ্ধদেব৷
advertisement

এই নাটকের অন্যতম জনপ্রিয় গান, ‘আমরা নূতন যৌবনেরই দূত’ গানের একেবারে শেষ লাইন, যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত॥’ উদ্ধৃত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, তিনি এই লাইনের মতো করে লিখলেন, ‘এটাই ডিওয়াইএফআই৷’, পাশাপাশি ব্রিগেড সমাবেশের সামগ্রিক সাফল্য কামনা করলেন তিনি৷ এই বার্তা সভার একেবারে শেষ অংশে পাঠ করে শোনালেন মীনাক্ষী মুখোপাধ্যায়৷

advertisement

উল্লেখ্য, বামেদের যুব সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন বুদ্ধদেব৷ আপাতত দীর্ঘদিন ধরেই তিনি রোগশয্যায়৷ ব্রিগেড সমাবেশের আগের রাতে, মানে শনিবার বুদ্ধদেবের বাড়িতে গিয়েছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্ব৷ সেখানে তাঁর সঙ্গে সকলের সাক্ষাৎ হয়৷ তিনি সমাবেশের সাফল্য কামনা করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

মূল এজেন্ডা ছেড়ে নকল যুদ্ধ নয়? দেশের নাম ‘ইন্ডিয়া’ হবে না ‘ভারত’ হবে, সেই এজেন্ডা নয়, পোশাক নিয়ে বৈষম্যের এজেন্ডা নয়, কে কোন খাবার খাবে, সে সব নিয়েও নয়, সরাসরি প্রশ্ন তুলতে হবে কর্ম সংস্থান, রুটিরুজির মতো আসল এজেন্ডা নিয়ে৷ মাঠ-ময়দানের দখল নিতে হবে৷ দখল নেবে তাঁরাই, যাঁরা আসল এজেন্ডা নিয়ে প্রশ্ন তোলেন, কথা বলেন৷ ব্রিগেডের ময়দানে দলীয় কর্মী সমর্থকদের ভিড়ের সামনে দাঁড়িয়ে ঝাঁঝাল গলায় এমনই বার্তা দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharya: ‘যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে...’ ব্রিগেডের সমাবেশে বুদ্ধদেবের পাঠানো বার্তাতে রবীন্দ্রনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল