এই নাটকের অন্যতম জনপ্রিয় গান, ‘আমরা নূতন যৌবনেরই দূত’ গানের একেবারে শেষ লাইন, যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত॥’ উদ্ধৃত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, তিনি এই লাইনের মতো করে লিখলেন, ‘এটাই ডিওয়াইএফআই৷’, পাশাপাশি ব্রিগেড সমাবেশের সামগ্রিক সাফল্য কামনা করলেন তিনি৷ এই বার্তা সভার একেবারে শেষ অংশে পাঠ করে শোনালেন মীনাক্ষী মুখোপাধ্যায়৷
advertisement
উল্লেখ্য, বামেদের যুব সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন বুদ্ধদেব৷ আপাতত দীর্ঘদিন ধরেই তিনি রোগশয্যায়৷ ব্রিগেড সমাবেশের আগের রাতে, মানে শনিবার বুদ্ধদেবের বাড়িতে গিয়েছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্ব৷ সেখানে তাঁর সঙ্গে সকলের সাক্ষাৎ হয়৷ তিনি সমাবেশের সাফল্য কামনা করেন৷
মূল এজেন্ডা ছেড়ে নকল যুদ্ধ নয়? দেশের নাম ‘ইন্ডিয়া’ হবে না ‘ভারত’ হবে, সেই এজেন্ডা নয়, পোশাক নিয়ে বৈষম্যের এজেন্ডা নয়, কে কোন খাবার খাবে, সে সব নিয়েও নয়, সরাসরি প্রশ্ন তুলতে হবে কর্ম সংস্থান, রুটিরুজির মতো আসল এজেন্ডা নিয়ে৷ মাঠ-ময়দানের দখল নিতে হবে৷ দখল নেবে তাঁরাই, যাঁরা আসল এজেন্ডা নিয়ে প্রশ্ন তোলেন, কথা বলেন৷ ব্রিগেডের ময়দানে দলীয় কর্মী সমর্থকদের ভিড়ের সামনে দাঁড়িয়ে ঝাঁঝাল গলায় এমনই বার্তা দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷