TRENDING:

Buddhadeb Bhattacharjee Death: ‘বলিষ্ঠ নেতা’, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated:

Buddhadeb Bhattacharjee Death: প্রয়াত প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রয়াত প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘বলিষ্ঠ নেতা’, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
‘বলিষ্ঠ নেতা’, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
advertisement

বৃহস্পতিবার দুপুরে এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। একজন বলিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে উনি রাজ‍্যের সেবা করে গিয়েছেন। উনার পরিবার এবং পরিজনদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’’

রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর জীবনাবসানে শোকবার্তা প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক ব‍্যক্তিত্ব। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাপ, দিলীপ ঘোষ-সহ একাধিক রাজনৈতিক ব‍্যক্তিত্ব। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ‍্যপাল সিভি আনন্দ বোসও।

advertisement

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি বেশ কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি অত্যন্ত দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

advertisement

জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শোকবার্তায় লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তাঁর পরিবার এবং সহকর্মীদের গভীর সমবেদনা জানাই। পাঁচ দশকেরও দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের সেবা করেছেন।’’

আরও পড়ুন:  বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, বিগত বেশকিছুদিন ধরেই অসু্স্থ ছিলেন বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৯ অগাস্ট হাসপাতাল থেকে ফিরেছিলেন বুদ্ধদেব। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এরপর ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণও ধরা পড়ে তাঁর। ফের আচমকা আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন। ক’দিন ধরে জ্বর ছিল। গতকাল রক্তপরীক্ষাও করা হয়, রিপোর্টে সেরকরম কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্যাচুরেশন খুব দ্রুত কমে যাওয়ায় মীরাদেবী তাঁর পারিবারিক চিকিৎসক সোমনাথ মাইতিকে জানান। সকাল ৮ টা ২০ মিনিটে শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee Death: ‘বলিষ্ঠ নেতা’, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল