TRENDING:

Buddhadeb Bhattacharjee Health: হাতের চ্যানেল খোলা হল, বাইপ্যাপ চলছে! কবে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য?

Last Updated:

Buddhadeb Bhattacharjee Health: শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?এক সপ্তাহের বেশি আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রবিবার সকালে হাসপাতাল থেকে তাঁর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের।
বুদ্ধদেব ভট্টাচার্য (ফাইল ছবি)
বুদ্ধদেব ভট্টাচার্য (ফাইল ছবি)
advertisement

হাসপাতাল সূত্রে খবর, আর্টেরিয়াল লাইন বা হাতের যেখানে চ্যানেল করা হয়, সেটা রবিবার সকালে খুলে নেওয়া হয়েছে। বুদ্ধবাবুর বাড়ির যে বাইপ্যাপ মেশিন, তা দিয়ে এদিন ট্রায়াল করা হয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার ফের মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

advertisement

আরও পড়ুন: ‘সোনাই ডাকছে, বেঁচে আর কী করব’! কান্না থামছে না বেহালার দুর্ঘটনায় মৃত সৌরনীলের মায়ের

বুদ্ধদেবের চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্‌‌রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল মেডিসিন এবং পালমনোলজি), ধ্রুব ভট্টাচার্য (ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার), আশিস পাত্র (অ্যানাস্থেশিয়া), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট), সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি), সোমনাথ মাইতি (জেনারেল মেডিসিন), সপ্তর্ষি বসু (ফিজিশিয়ান এবং সুপার), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট) এবং সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি)।

advertisement

আরও পড়ুন: স্ত্রীকে ফোন করে মৃত্যুর আশঙ্কা, তারপরেই হোটেলের ঘরে বিজেপি নেতার দেহ উদ্ধার! বিরাট রহস্য

চিকিৎসক এবং যাঁরা তাঁকে হাসপাতালে দেখতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন বুদ্ধবাবু। বৃহস্পতিবার দুপুরে তাঁর বুকের ইউএসজি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এই মুহূর্তে কোনও আলাদা প্রক্রিয়ার প্রয়োজন নেই। সংক্রমণ অনেকাংশে কমেছে তাঁর। ফিজিওথেরাপি চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

advertisement

অভিজিৎ চন্দ

বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee Health: হাতের চ্যানেল খোলা হল, বাইপ্যাপ চলছে! কবে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল