খবর পেয়েই, বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত হন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘আজ সকালে আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন৷ দীর্ঘদিন ধরেই অসুস্থতার মধ্যে ছিলেন৷ চিকিৎসকরা দেখছিলেন৷ আজ সকালে অবস্থার অবনতি হয়, তার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
তিনি জানান, ‘বৌদির সঙ্গে কথা হয়েছে। বুদ্ধবাবুর দেহ সংরক্ষণ করা হবে আজকে। আমাদের বহু নেতা, কর্মী, সমর্থকেরা সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে শেষবারের মত বুদ্ধবাবুকে দেখতে। আজ দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। কালকে সকাল ১০.৩০ থেকে আলিমুদ্দিন স্ট্রিট থাকবে তাঁর মরদেহ। বিকেলে ৪.০০ শেষযাত্রা শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহ দান আগেই করেছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছেপূরণ করা হবে। তবে, কোথায় দেহ দান করা হবে এখনও ঠিক হয়নি। কোথায় দেহ দান করা হবে তা ঠিক করতে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হচ্ছে৷’
advertisement