আরও পড়ুন: অবশেষে উদ্ধার মেঘালয়ের ১৫ জন খনন কর্মীর দেহ
উনিশের ব্রিগেডে বড় চমক। তৃণমূলে যোগ দিচ্ছেন অরুণাচলের সাত বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। মঙ্গলবারই নরেন্দ্র মোদি, অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি ছেড়েছেন গেগং। শুধু তাই নয় ৷ সমাবেশে থাকবে বিএসপি। মায়াবতীর প্রতিনিধি হিসেবে সভায় যোগ দিচ্ছেন সতীশ মিশ্র।
advertisement
আরও পড়ুন: বিপুল ক্ষতি! PF ও পেনশনে কয়েক হাজার কোটি টাকা ডুবতে পারে
এছাড়াও থাকছেন হেভিওয়েট রাজনৈতিক নেতারা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া, তাঁর ছেলে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ডিএমকে নেতা স্ট্যালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গুজরাতের হার্দিক প্যাটেল ও জিগনেশ মেবানী, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক ও ওমর আবদুল্লা, আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। সনিয়া-রাহুলের প্রতিনিধি হিসেবে থাকার কথা মল্লিকার্জুন খাড়গের।