TRENDING:

দিনে দু'বোতল মদ অর্ডার করতেন! VIP রোডের হোটেলের ঘরের দরজা ভেঙে মিলল BSF জওয়ানের দেহ

Last Updated:

BSF Jawan: গত ৩ জুলাই এক মাসের ছুটি নিয়ে তিনি বাড়ি যান। এরপর ৩ আগস্ট পাঞ্জাব থেকে বিমানে করে কলকাতায় আসেন। চলতি মাসের ৭ তারিখে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কাজে যোগ না দিয়ে ওই হোটেলে ওঠেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনে দু’বোতল মদ অর্ডার করতেন! VIP রোডের হোটেলের ঘরের দরজা ভেঙে মিলল BSF জওয়ানের দেহ! মৃতের নাম মঙ্গল ভিলান (৪৩), পাঞ্জাবের বাসিন্দা। দিল্লির সিজিও কমপ্লেক্সে তাঁর পোস্টিং ছিল। জানা গিয়েছে, গত ৩ জুলাই এক মাসের ছুটি নিয়ে তিনি বাড়ি যান। কী হল তার পর?
ভিআইপি রোডের হলদিরামের কাছে একটি হোটেল থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 
ভিআইপি রোডের হলদিরামের কাছে একটি হোটেল থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 
advertisement

এরপর ৩ আগস্ট পাঞ্জাব থেকে বিমানে করে কলকাতায় আসেন। চলতি মাসের ৭ তারিখে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কাজে যোগ না দিয়ে ওই হোটেলে ওঠেন। গত দুদিন ধরে জওয়ানকে বাইরে না দেখা যাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়া হলে, দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

মেয়েরা কখন পায়ের উপর পা তুলে বসেন? এত দিন ভাবতেন ‘ক্রস লেগড’-এর আসল কারণ আলাদা? তা নয়…সঠিক জানুন 

advertisement

জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ! 

ভিআইপি রোডের হলদিরামের কাছে একটি হোটেল থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তবে তদন্তে জানা গেছে, হোটেলে থাকাকালীন তিনি প্রতিদিন দু’টি করে মদের বোতল পান করতেন। অতিরিক্ত মদ্যপানের ফলেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ আরও খতিয়ে দেখছে—পাঞ্জাবে বাড়ি এবং দিল্লিতে পোস্টিং থাকা সত্ত্বেও তিনি কলকাতায় কেন এসেছিলেন এবং হোটেলে ছিলেন, সেই কারণ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
দিনে দু'বোতল মদ অর্ডার করতেন! VIP রোডের হোটেলের ঘরের দরজা ভেঙে মিলল BSF জওয়ানের দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল