TRENDING:

Brown Owl: তৃণমূল ভবন থেকে উদ্ধার হওয়া লক্ষ্মী পেঁচা আপাতত সুস্থ, সেরেছে ডানার ক্ষত

Last Updated:

ভবনের ছাদ লাগোয়া চিলে কোঠায় খুঁজে পাওয়া গিয়েছে লক্ষ্মী পেঁচাটিকে (Owl)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত মাসে তৃণমূল ভবন (TMC Bhawan) থেকে উদ্ধার হয়েছিল একটি পেঁচা (Owl)। বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে গুরুতর আহত ব্রাউন আউলকে। তার ডান দিকের ডানায় চোট লেগেছিল। তিন সপ্তাহ ধরে চিকিৎসা চলার পরে আপাতত সুস্থ ''নিশাচর"। পশু চিকিৎসকরা যথাযথ ভাবে নজর রাখছেন তার ওপরে। ডানার ক্ষত এখন অনেকটাই শুকিয়েছে। স্বাভাবিক দক্ষতায় যাতে উড়তে পারে সেই চেষ্টা করছে পেঁচাটি। রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, "আমাদের চিকিৎসকরা যথাযথ নজর রাখছেন। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে পেঁচাটি।"
advertisement

সল্টলেকে পশু চিকিৎসা কেন্দ্রে আছে পেঁচাটি।তৃতীয় বার ক্ষমতার আসার পরপরই দলের সদর দফতর নতুনভাবে গড়ে তোলার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তাঁর নির্দেশ মতোই শুরু হয়েছে বাইপাসের ধারের তৃণমূল ভবন সংস্কারের কাজ। গত মাস থেকে শুরু হয়েছে ভবনের জিনিসপত্র সরানোর কাজ। এরই মধ্যে তৃণমূল ভবন থেকে উদ্ধার হয় একটি লক্ষ্মী পেঁচা। ভবনের ছাদ লাগোয়া চিলে কোঠায় খুঁজে পাওয়া গিয়েছে লক্ষ্মী পেঁচাটিকে। তৃণমূল ভবন থেকে জিনিসপত্র সরাবার কাজ চলছে। সেই সময়েই এই পেঁচাটি নজরে আসে দফতরের কর্মীদের। এরপর বন দফতরের কর্মীদের খবর দেন ভবনের কর্মীরা। বন দফতরের কর্মীরা এসে দেখেন, ডানায় গুরুতর আঘাত পেয়েছে পেঁচাটি । ব্রাউন আউল বলে পরিচিত এই লক্ষ্মী পেঁচা।

advertisement

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, ডানায় আঘাত লাগার কারণ মাঞ্জা সুতো। বনকর্মীরা জানিয়েছেন, 'এরা নিশাচর। দিনের বেলায় এদের দেখতে পাবেন না। সাধারণত কোনও বাড়িতে এরা থাকে।" প্রসঙ্গত, বাইপাসের ধারে তৃণমূল ভবনের পাশেই এক বহুতল বাড়িতে আপাতত চলবে মেক শিফট তৃণমূল ভবন। ইতিমধ্যেই একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভবন থেকে জিনিসপত্র নয়া বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আপাতত সেই বাড়িতে চলছে নয়া অস্থায়ী অফিস বানানোর কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাইপাসের ধারের বর্তমান ভবন তৈরি হয় ২০০২ সালে। তখন সাংসদ ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারের এই ভবন নিয়ে অনেক স্মৃতি জোড়া ফুল শিবিরের নেতাদের মধ্যে। তবে দল বাড়ছে, সংগঠন মজবুত হচ্ছে, ফলে দরকার ছিল নয়া ভবনের। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসে সাংগঠনিক বৈঠক করতে এসে ভবন সংস্কারের কথা জানিয়েছিলেন। এমনকি সাংবাদিক সম্মেলনে বসার জায়গা অনেক কম, এমন কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। খুব শীঘ্রই যে নয়া ভবন তৈরি হবে, সেই ইঙ্গিত মিলেছিল তার কথায়। অবশেষে সেই ভবন সংস্কার বা নয়া ভবন বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আর সেই কাজের শুরুতেই খোঁজ মিলল লক্ষ্মী পেঁচার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Brown Owl: তৃণমূল ভবন থেকে উদ্ধার হওয়া লক্ষ্মী পেঁচা আপাতত সুস্থ, সেরেছে ডানার ক্ষত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল