এবার, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ পাঠ্যপুস্তকে ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘‘জুজুর ভয় মনে হচ্ছে। কেন্দ্রীয় সরকার জুজু দেখছে INDIA-তে। এটা অপরিণামদর্শিতা। হিন্দুস্থান শব্দের ইংরেজি হতে পারে INDIA…এটাই নিকটে। ভারত সেখান থেকে দূরে। আসলে কেন্দ্র INDIA জোট ও তার অন্যতম মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। এটা পুস্তক অবধি নামিয়ে আনার কোনও দরকার ছিল বলে মনে করি না।’’
advertisement
আরও পড়ুন: বীভৎস মুখ, ভয়ঙ্কর চেহারা! আপনার আশপাশেই থাকে এই প্রাণী, কিসের ছবি বলুন তো? হু হু করে ভাইরাল
প্রসঙ্গত, এ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা খাড়্গেকেও৷ তিনি বলেছেন, ‘‘এমনটা হতই। সরকার নাম পরিবর্তন করা নিয়ে মেতে উঠেছে। কোনও উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না, শুধু নাম পরিবর্তনের প্রকল্প চলছে। ‘ইন্ডিয়া’ নামের প্রতি হঠাৎ ঘৃণা কেন? কেন ৯ বছর ধরে ওরা অপেক্ষা করছিল?’’
ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক মূলত শুরু হয় জি-২০ সম্মেলন থেকে৷ গত ৯ সেপ্টেম্বর জি-২০ র নৈশভোজের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর তরফে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছিল, সেখানে তাঁকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছিল৷
আরও পড়ুন:মৃত্যুর ২৭ মিনিট পরে হঠাৎ বেঁচে উঠলেন! হিজিবিজি কেটে মহিলা যা লিখলেন..গায়ে কাঁটা দেয়
জি-২০ সম্মেলনের পরে সম্প্রতি ASEAN অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘prime minister of bharat’ বলে উল্লেখ করা হয়েছিল৷ যা নিয়ে ফের সুর চড়িয়েছিলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি৷