TRENDING:

India Vs Bharat: স্কুলের বইয়ে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’? মোদির সরকারের তুমুল সমালোচনা ব্রাত্য বসুর

Last Updated:

ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক মূলত শুরু হয় জি-২০ সম্মেলন থেকে৷ গত ৯ সেপ্টেম্বর জি-২০ র নৈশভোজের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর তরফে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছিল, সেখানে তাঁকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্কুলের পাঠ্যপুস্তকে সার্বিকভাবে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখার প্রস্তাবনা এনেছে NCERT প্যানেল৷ আর সেই কথা সামনে আসার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা৷ তবে কি, স্কুলের বইয়েও চলে আসছে ‘ইন্ডিয়া বনাম ভারত’ বিতর্ক? প্রশ্ন বিদ্বজনেদের৷ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্বয়ং সংস্থার ডিরেক্টর৷ সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT-র ডিরেক্টর বলেছেন, ‘‘বহু মাস আগেই NCERT-র প্যানেল এমন একটি প্রস্তাব লিখে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছে৷ আমরা এখনও কিছুই সিদ্ধান্ত নিইনি৷’’ তাঁর কথায়, বিষয়টা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে৷
advertisement

এবার, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ পাঠ্যপুস্তকে ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘‘জুজুর ভয় মনে হচ্ছে। কেন্দ্রীয় সরকার জুজু দেখছে INDIA-তে। এটা অপরিণামদর্শিতা। হিন্দুস্থান শব্দের ইংরেজি হতে পারে INDIA…এটাই নিকটে। ভারত সেখান থেকে দূরে। আসলে কেন্দ্র INDIA জোট ও তার অন্যতম মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। এটা পুস্তক অবধি নামিয়ে আনার কোনও দরকার ছিল বলে মনে করি না।’’

advertisement

আরও পড়ুন: বীভৎস মুখ, ভয়ঙ্কর চেহারা! আপনার আশপাশেই থাকে এই প্রাণী, কিসের ছবি বলুন তো? হু হু করে ভাইরাল

প্রসঙ্গত, এ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা খাড়্গেকেও৷ তিনি বলেছেন, ‘‘এমনটা হতই। সরকার নাম পরিবর্তন করা নিয়ে মেতে উঠেছে। কোনও উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না, শুধু নাম পরিবর্তনের প্রকল্প চলছে। ‘ইন্ডিয়া’ নামের প্রতি হঠাৎ ঘৃণা কেন? কেন ৯ বছর ধরে ওরা অপেক্ষা করছিল?’’

advertisement

ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক মূলত শুরু হয় জি-২০ সম্মেলন থেকে৷ গত ৯ সেপ্টেম্বর জি-২০ র নৈশভোজের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর তরফে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছিল, সেখানে তাঁকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছিল৷

আরও পড়ুন:মৃত্যুর ২৭ মিনিট পরে হঠাৎ বেঁচে উঠলেন! হিজিবিজি কেটে মহিলা যা লিখলেন..গায়ে কাঁটা দেয়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

জি-২০ সম্মেলনের পরে সম্প্রতি ASEAN অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘prime minister of bharat’ বলে উল্লেখ করা হয়েছিল৷ যা নিয়ে ফের সুর চড়িয়েছিলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
India Vs Bharat: স্কুলের বইয়ে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’? মোদির সরকারের তুমুল সমালোচনা ব্রাত্য বসুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল