মেট্রোর টানেল বোয়িংয়ের কারণে ফাটল ৷ সেখান থেকে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি ৷ এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা বাসিন্দারা অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে চিন্তিত নিজেদের মূল্যবান সামগ্রী ও নথি নিয়েও চিন্তিত ৷ বাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস চাপা পড়ে ধ্বংসস্তুপেই ৷ খোলা আকাশের নীচে নেই কোনও নিরাপত্তাও ৷ কিন্তু পুলিশ এলাকা ঘিরে রাখায় ঢুকতে পারেননি বাসিন্দারা ৷ এদিন তাদের আবেদন মেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক পরিবার থেকে একজন করে ঢুকে বের করতে পারবেন নিজেদের প্রয়োজনীয় জিনিস ৷ তাতে কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য সঙ্গে থাকবেন পুলিশ বা মেট্রো কর্মীরা ৷ একইসঙ্গে জিনিস চুরি বা খোয়া যাওয়া আটকাতে পুরো এলাকায় সিসিটিভি নজরদারির ব্যবস্থার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2019 5:15 PM IST