আরও পড়ুন: 'দীর্ঘদিন ধরেই কাঁপত বাড়ি! বৃহস্পতিবার রাতে ছন্দপতন!' ভয়াবহ স্মৃতি ফিরল বিবি গাঙ্গুলি স্ট্রিটে
আড়াই বছর পর ফের ভয়াবহ স্মৃতি ফিরেছে বউবাজারে। ২০১৯ সালে ধর্মতলার দিক থেকে টিবিএম (টানেল বোরিং মেশিন) চণ্ডীকে শিয়ালদা অভিমুখে নিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটেছিল। এ বারেও প্রায় একই বিপর্যয়ের সম্মুখীন উত্তর কলকাতা। একের পর এক বাড়িতে বড়সড় ফাটল ধরেছে, যে কোনও সময় বাড়ি পুরো ভেঙে পড়ার আশঙ্কায় আবারও ঘরছাড়া হয়েছেন অনেকেই। হাতের সামনে থাকা প্রয়োজনীয় জিনিস নিয়েই বেরিয়ে পড়েছেন। অনেকের আশ্রয় হয়েছে হোটেলে।
advertisement
আরও পড়ুন: শুক্র সকালে স্বস্তিতে মেট্রো, আপাতত বন্ধ জল বেরিয়ে আসা
২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয় ঘটেছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দাদের দাবি, 'আতঙ্ক নিয়েই গত ২ বছর ৯ মাস ধরে কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাড়ি কাঁপত, উপায় ছিল না। বারবার মেট্রো রেলকে জানিয়েও কোনও লাভ হয়নি।সামনেই মেট্রো রেলের এই সংক্রান্ত একটি অফিস রয়েছে, সেখানেও গিয়ে কোনও লাভ হত না। সব কিছুর জন্যই মেট্রো দায়ী।'
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই কাজ হয়ে গেলেই সম্পূর্ণ হত শিয়ালদা-ধর্মতলা মেট্রোর টানেলের কাজ। মাটি কেটে সিমেন্টের দেওয়াল ও মেঝে বানানোর কাজ চলছিল। কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির জেরেই বিপর্যয় ঘটল। প্রাথমিক অনুমান, মাটির নিচের জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়, জল উঠতে শুরু করে নীচ থেকে। ফাটল ধরে যায় সংলগ্ন কমপক্ষে ৮-১০টি বাড়িতে।
Amit Sarkar