TRENDING:

Exclusive: বউবাজারে ফাটলের আসল কারণ কী? যা জানাল মেট্রো কর্তৃপক্ষ...

Last Updated:

Bowbazar House Crack: বউবাজার এলাকায় রয়েছে একাধিক জলস্তর। এই মুহূর্তে ভূস্তর থেকে ৩১.৮ মিটার নীচে আছে টানেল। মাটির ২৫ মিটার নীচে আছে টানেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বউবাজারে বাড়িতে নয়া ফাটলের কারণ জলস্তর। বউবাজার এলাকায় রয়েছে একাধিক জলস্তর। এই মুহূর্তে ভূস্তর থেকে ৩১.৮ মিটার নীচে আছে টানেল। মাটির ২৫ মিটার নীচে আছে টানেল। এই টানেলের ব্যাস ৬.৮ মিটার। এই ৩১.৮ মিটার নীচে থেকেই ক্রমশ জল উঠছে।
বউবাজারে বাড়িতে ফাটল
বউবাজারে বাড়িতে ফাটল
advertisement

জানা যাচ্ছে, গোটা এলাকা জুড়ে রয়েছে অ্যাকুইফার বা জলস্তর। টানেলের দুটি দিকের অংশ জুড়তে হবে। জুড়তে হবে প্রায় ৯ মিটার অংশ। এটি জোড়া হবে কংক্রিট বক্স জয়েন্ট করে৷ যা পুরনো মেট্রোয় আছে। আর এই বক্স জয়েন্ট করতে গিয়েই বিপত্তি। কারণ টানেলের নিচের অংশ বা ভূমি বা প্ল্যাটফর্ম ল্যান্ড কংক্রিট করতে হবে। সেই কংক্রিটের কাজ করতে গিয়েই প্রায় ৫ মিটার খোঁড়া হয়েছে৷ আর সেখান দিয়েই ক্রমাগত জল ঢুকতে শুরু করে দিয়েছে৷ এই জল ঢোকা বন্ধ করতে গিয়েই গ্রাউটিং করা হচ্ছে।

advertisement

গ্রাউটিং হল রাসায়নিক, সিমেন্ট আর জলের সংমিশ্রণ। সেটাই পাঠানো হচ্ছে। আর এই জল ঢোকার জন্যেই ফের নতুন করে কম্পন তৈরি হয়েছে। তার জেরেই গতকাল একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে মনে করছে ইঞ্জিনিয়াররা।ফের বউবাজার মেট্রোর কাজ করতে গিয়ে বিপত্তি৷ আবারও বউবাজারের বেশ কিছু বাড়িতে বড়সড় ফাটল ধরা পড়ল৷

advertisement

আরও পড়ুন : বৌবাজারে আচমকা পাঁচ পাঁচটি বাড়িতে ফাটল! মেট্রোরেলের কাজের জের? নাকি অন্য 'ভিলেন'?

বউবাজার দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গ তৈরির সময় ২০১৯ সালে প্রথম বার বেশ কিছু বাড়িতে ফাটল ধরা পড়ে৷ এর পর ফের ২০২০ সালে ফাটল ধরা পড়ে৷ দু' বারই বহু পরিবারকে বসত বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁরা দু' তিন বছর আগে বাড়ি ছেড়ে গিয়েছিলেন, তাঁরা এখনও ফিরতে পারেননি৷ তাই এবার আর নিজেদের বাড়ি ছেড়ে বেরোতে নারাজ স্থানীয় বাসিন্দারা৷

advertisement

ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে৷ এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও৷ বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে বুধবার সন্ধ্যা থেকেই ফাটল ধরা পড়েছে৷ মেট্রো সূত্রে খবর, ওই অংশে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ৷ বর্তমানে সুড়ঙ্গে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে৷ পাশাপাশি উর্বি ও চান্ডি নামে দু'টি টানেল বোরিং মেশিনকে কেটে কেটে মাটির নীচ থেকে তোলার কাজ হয়ে গেছে৷ আপাতত সুড়ঙ্গ সম্পূর্ণ করার জন্য গ্রাউন্ড কংক্রিট করার কাজ চলছে।

advertisement

আরও পড়ুন : কেন্দ্রের বঞ্চনায় সোচ্চার মমতা, মোদিকে লিখলেন চিঠি! তুললেন একগুচ্ছ অভিযোগ...

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাসিন্দাদের প্রশ্ন, 'প্রাণ ভয়ে আমরা রাস্তায় নেমে এসেছি৷ কিন্তু কার ভরসায় কোথায় যাব? আগে যাঁরা বাড়ি ছেড়ে গিয়েছেন, তাঁরা এখনও ফিরতে পারেননি৷ 'ইস্ট ওয়েস্ট মেট্রোর দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ডাইরেক্টর প্রজেক্ট এন সি কারমালি জানিয়েছেন, 'বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷ হোটেলে নিয়ে রাখা হবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে৷ ১৪টি মতো পরিবার রয়েছে৷ আমাদের পক্ষ থেকে যা করণীয়, করা হচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷' তাঁর আরও দাবি, 'ফাটল সবে ধরতে শুরু করেছিল৷ খুব ভয়ের কিছু নেই৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওই পরিবারগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে৷'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: বউবাজারে ফাটলের আসল কারণ কী? যা জানাল মেট্রো কর্তৃপক্ষ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল