প্রসঙ্গত ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারের দুর্গা পিতুরি লেনের একের পর এক বাড়ি ভেঙে পড়ে৷ ধূলিসাৎ হয় ইতিহাস মেশানো বউবাজারের সেই সব বাড়ি ৷ যদিও প্রায় সাড়ে তিন বছর কেটে গেলেও, এখনও নিজেদের পাড়ায়, নিজেদের এলাকায় ফিরে আসতে পারেননি অনেকেই ৷ সেই সংখ্যাটা প্রায় ৭০ জনের কাছাকাছি। কেউ ফুলবাগান, কেউ বেলগাছিয়া, কেউ বেলেঘাটা কেউ আবার শিয়ালদহ চত্বরের ফ্ল্যাটে রয়ে গিয়েছেন। নিজেদের আস্তানা ছেড়ে এইভাবে থাকার দুঃখ ও হতাশা তাদের গ্রাস করেছে ভীষণ রকম ভাবে।
advertisement
আরও পড়ুন- একেবারে ধপাস! আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরার সময় মুখ থুবড়ে পড়লেন ক্রিকেটার, ভাইরাল ভিডিও
দুর্গা পিতুরি লেনের বাসিন্দা সঞ্জয় বসাক ৷ বাড়ি ভাঙা পড়েছে তারও। ফলে পরিবার নিয়ে তিনিও চলে গেছেন বেলগাছিয়া। বউবাজারের সঙ্গে দূরত্ব বেড়েছে সঞ্জয়বাবুর। যদিও এখানেই তার বেড়ে ওঠা। তিনি জানিয়েছেন, ‘‘মেট্রো রেল আমাদের এক দিকের টিকিট দিয়েছে। রিটার্ন টিকিট এখনও দিয়ে উঠতে পারেনি। প্রায় সাড়ে তিন বছর হল বাড়ি ছাড়া আছি। কারও সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। সবার সঙ্গে সম্পর্ক প্রায় শেষ ৷ এখন যদি হঠাৎ করে বলে, কালকেই আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাহলে আবার মুশকিল। কিন্তু সাড়ে তিন বছর হয়ে গেল, এখনও কেন আমাদের বাড়ি আমরা ফেরত পেলাম না সেটার উত্তর কেউ দিতে পারল না। কার্যত পরভূমে অসহায় হয়ে পড়ে আছি আমরা।’’ একই কথা বউবাজারের একাধিক বাসিন্দাদের ৷ ফলে অসহায় অবস্থায় আজও শিকড়ের সন্ধান করে যাচ্ছে বৌবাজার।