TRENDING:

আপাতত স্থগিত বউবাজারে বাড়ি তৈরির টেন্ডার প্রক্রিয়া

Last Updated:

কবে পারবেন নিজের পাড়ায় ফিরতে, অপেক্ষায় একাধিক পরিবার ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বউবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি বানানোর প্রক্রিয়া শুরু করার জন্য সমস্তরকম প্রস্তুতি নিয়ে ফিলেছিল কেএমআরসিএল। কিন্তু মদন দত্ত লেনের এই ঘটনা ঘটে যাওয়ার পরে আপাতত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল কেএমআরসিএল। সংস্থার ডিরেক্টর ফিনান্স অংশুমান সরকার জানিয়েছেন, ‘‘আমরা টেন্ডার প্রকাশ করার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফিলেছিলাম। চলতি সপ্তাহে সেই টেন্ডার প্রকাশ হয়ে যেত। কিন্তু মদন দত্ত লেনের এই ঘটনার জন্য আমাদের পিছিয়ে আসতে হল।’’
আপাতত স্থগিত বৌবাজারে বাড়ি তৈরির টেন্ডার প্রক্রিয়া
আপাতত স্থগিত বৌবাজারে বাড়ি তৈরির টেন্ডার প্রক্রিয়া
advertisement

প্রসঙ্গত ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারের দুর্গা পিতুরি লেনের একের পর এক বাড়ি ভেঙে পড়ে৷ ধূলিসাৎ হয় ইতিহাস মেশানো বউবাজারের সেই সব বাড়ি ৷ যদিও প্রায় সাড়ে তিন বছর কেটে গেলেও, এখনও নিজেদের পাড়ায়, নিজেদের এলাকায় ফিরে আসতে পারেননি অনেকেই ৷ সেই সংখ্যাটা প্রায় ৭০ জনের কাছাকাছি। কেউ ফুলবাগান, কেউ বেলগাছিয়া, কেউ বেলেঘাটা কেউ আবার শিয়ালদহ চত্বরের ফ্ল্যাটে রয়ে গিয়েছেন। নিজেদের আস্তানা ছেড়ে এইভাবে থাকার দুঃখ ও হতাশা তাদের গ্রাস করেছে ভীষণ রকম ভাবে।

advertisement

আরও পড়ুন- একেবারে ধপাস! আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরার সময় মুখ থুবড়ে পড়লেন ক্রিকেটার, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুর্গা পিতুরি লেনের বাসিন্দা সঞ্জয় বসাক ৷ বাড়ি ভাঙা পড়েছে তারও। ফলে পরিবার নিয়ে তিনিও চলে গেছেন বেলগাছিয়া। বউবাজারের সঙ্গে দূরত্ব বেড়েছে সঞ্জয়বাবুর। যদিও এখানেই তার বেড়ে ওঠা। তিনি জানিয়েছেন, ‘‘মেট্রো রেল আমাদের এক দিকের টিকিট দিয়েছে। রিটার্ন টিকিট এখনও দিয়ে উঠতে পারেনি। প্রায় সাড়ে তিন বছর হল বাড়ি ছাড়া আছি। কারও সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। সবার সঙ্গে সম্পর্ক প্রায় শেষ ৷ এখন যদি হঠাৎ করে বলে, কালকেই আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাহলে আবার মুশকিল। কিন্তু সাড়ে তিন বছর হয়ে গেল, এখনও কেন আমাদের বাড়ি আমরা ফেরত পেলাম না সেটার উত্তর কেউ দিতে পারল না। কার্যত পরভূমে অসহায় হয়ে পড়ে আছি আমরা।’’ একই কথা বউবাজারের একাধিক বাসিন্দাদের ৷ ফলে অসহায় অবস্থায় আজও শিকড়ের সন্ধান করে যাচ্ছে বৌবাজার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আপাতত স্থগিত বউবাজারে বাড়ি তৈরির টেন্ডার প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল