বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন গাইঘাটার ঠাকুরবাড়িতে শয্যাশায়ী মতুয়া সংঘের বড়মা বীণাপাণিদেবী। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। গুরুতর অসুস্থ বড়মাকে ভরতি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। ভালো চিকিৎসার জন্য রবিবার তাঁরে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। ধরা পড়ে নিউমোনিয়ায় আক্রান্ত বড়মা।
বুকে জল জমে ফুসফুসে সংক্রমণ হয়েছে বীণাপাণি ঠাকুরের৷ বৃহস্পতিবার পর্যন্ত পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অ্যান্টিবায়োটিকের সঙ্গে দেওয়া হয় অক্সিজেন৷ এছাড়াও ডায়াবেটিসের রোগী বড়মা বার্ধক্যজনিত নানা সমস্যাতেও কাবু। সোমবার সন্ধেয় হাসপাতাল সূত্রে জানা যায় বিপদ না কাটলেও, স্থিতিশীল আছেন বড়মা। মঙ্গলবার ভোরেই বদলে যায় ছবি। আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে বীণাপাণিদেবীর। অবস্থা রীতিমত সঙ্কটজনক হয়ে ওঠে।
advertisement
তখন থেকেই বড়মাকে রাখা হয় ভেন্টিলেশনে৷ হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ সামাল দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা৷ পরিস্থিতি এতটাই সংকটজনকে যে মাল্টি অর্গান ফেলিওরের আশঙ্কা করছেন চিকিৎসকরেরা৷
বড়মাকে সুস্থ করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা।