TRENDING:

সৌরভের সঙ্গে দেখা করে আপ্লুত বরিস বেকার, করলেন ট্যুইট

Last Updated:

শহরে বরিস বেকার ৷ সঙ্গে বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভকে পাশে নিয়ে ছবি তুলে দ্রতু ট্যুইট করলেন বরিস ৷ লিখলেন,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে বরিস বেকার ৷ সঙ্গে বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভকে পাশে নিয়ে ছবি তুলে দ্রতু ট্যুইট করলেন বরিস ৷ লিখলেন, সৌরভের সঙ্গে দেখা হয়ে গর্বিত ! সঙ্গে বরিস লিখতে ভুললেন না, কলকাতার প্রেমে পড়ার কথাও ৷
advertisement

ভবিষ্যতে ফের নোভাকের পাশে দাঁড়াতে পারেন তিনি। আজ কলকাতায় ইঙ্গিত বরিস বেকারের। শহরে হাফ ম্যারাথনের উদ্বোধন করবেন তিনি। তার আগে বেকার জানিয়েছেন, সতেরো বছর বয়সে তাঁর উইম্বলডন জয়ের স্মৃতিকথা।

advertisement

বছরের সবচেয়ে বড় বিচ্ছেদ। এই নভেম্বরেই জুটি ভেঙে গিয়েছে জোকারের সঙ্গে বেকারের। তারপর থেকেই অনেক আলোচনা হয়েছে। অনেক তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু শনিবার কলকাতায় জোকোভিচ ও তাঁর সম্পর্ক নিয়ে অন্য ইঙ্গিত দিলেন ছ’বারের গ্র্যান্ডস্লাম জয়ী বরিস বেকার। দাবি করলেন, আবার তাঁরা একসঙ্গে কাজ করতে পারেন।

সাতই জুলাই, উনিশশো পঁচাশি। বিশ্বের টেনিস মানচিত্রে যুক্ত হয়েছিল একটা নাম। সতেরো বছরের বরিস বেকার। একতিরিশ বছর পর এদিন কলকাতায় সেই স্মৃতিতে ডুবে গেলেন বেকার। আর্জেন্টিনার বেঙ্গাচিয়াকে হারিয়ে ওই দিন উইম্বলডন জিতেছিলেন তিনি। দাবি করলেন একাধিক নামের মধ্যে ওই টুর্নামেন্টে তিনিই ছিলেন ডার্ক হর্স।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রযুক্তি তিনি পাননি। পেলে হয়তো নিজেকে আরও উজার করে দিতে পারতেন। স্বপ্ন ছিল কোনও উইম্বলডনের ফাইনালে প্রতিপক্ষ হবে রজার ফেডারের। তবে সেই সব স্বপ্ন। তবে ভারতের এসে এদিন জানালেন, তাঁর বুম বুম নামের আবিস্কারকের নাম। তিনি বিজয় অমৃতরাজ। যাঁর সৌজন্যেই ভারতীয় টেনিসের প্রতি তাঁর অন্য টান।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সৌরভের সঙ্গে দেখা করে আপ্লুত বরিস বেকার, করলেন ট্যুইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল