সূত্রের খবর, রবিবার সকালে মিলিটারি লিয়াজো ইউনিট থেকে কলকাতা এয়ারপোর্টের ম্যানেজারকে একটি এসএমএস পাঠানো হয়। তাতে লেখা ছিল, দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমা রয়েছে। এরপরই শোরগোল পড়ে যায় এয়ারপোর্টে। নামিয়ে আনা হয় বিমানে থাকা ১৪৫ জন যাত্রীকে।
জানা গিয়েছে, বোমাতঙ্কের খবর ছড়াতেই রবিবার সকাল ৮.১০ নাগাদ এমিরেটসের ফ্লাইটটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটিকে বন্দরের অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়। কথা ছিল, তল্লাশির পরে ছেড়ে দেওয়া হবে বিমানটিকে। কিন্তু কড়া সতর্কতার সঙ্গে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তাই এখনও বিমানটিকে ছাড়া হয়নি। স্বাভাবিক কারণেই আতঙ্কের মধ্যে রয়েছেন যাত্রীরা।
advertisement
রবিবার সকালে সেনাবাহিনীর তরফে একটি সতর্কবার্তা আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সেখানে বলা হয়, দুবাই থেকে কলকাতা আসা একটি বিমানে বোমা রয়েছে। বিমানমন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাকা তল্লাশি শুরু হয়েছে। চলছে পুলিশি টহলদারি।