TRENDING:

খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের, রবিবার দুপুরে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় নিখোঁজ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:অবশেষে খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের। রবিবার দুপুরে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান জাদুকর চঞ্চল লাহিড়ি ওরফে ম্যানড্রেক। সোমবারও দিনভর দফায় দফায় তল্লাশি। বিকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার হল জাদুকরের দেহ। গতকাল মাঝগঙ্গায় ম্যাজিক দেখাতে গিয়ে বিপত্তি শুরু হয় ৷ শিকলে হাত-পা বেঁধে মাঝগঙ্গায় নেমে তলিয়ে যান জাদুকর চঞ্চল লাহিড়ি ওরফে ম্যানড্রেক ৷
advertisement

তবে ঘটনা তলিয়ে দেখতে গিয়ে সামনে এসেছিল নয়া তথ্য ৷ জানা যায় ম্যাজিক দেখানোর জন্য ছিল না পর্যাপ্ত অনুমতি ৷ রবিবার পুলিশকে না জানিয়ে সময়ের আগেই ম্যাজিক শুরু ম্যানড্রেকের ৷ দেড়টায় ম্যাজিক শুরুর অনুমতি ছিল ৷ কিন্তু ক্রেন আনার অনুমতি ছিল না ৷ অনুমতি ছাড়া কীভাবে ক্রেন ব্যবহার? উঠছে প্রশ্ন ৷ হাওড়া ব্রিজের সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ ৷

advertisement

সোনারপুরের বাসিন্দা চঞ্চল লাহিড়ি। পেশা - ম্যাজিক দেখানো। ম্যানড্রেক নামেওই তিনি পরিচিত। রবিবার, সেই জাদুকর ম্যানড্রেকই জাদু দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে নিখোঁজ। রবিবার সকালে জাদুকর চঞ্চল লাহিড়ি মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে করে মাঝগঙ্গায় যান। সেখানেই শুরু হয় প্রস্তুতি। এ এক এমন ম্যাজিক যার পরতে পরতে প্রাণের ঝুঁকি। শিকল দিয়ে বাঁধা হয় ম্যাজিশিয়ানের হাত-পা।

advertisement

হাত-পা বাঁধা অবস্থায় ক্রেনে করে জাদুকর চঞ্চল লাহিড়িকে ফেলা হয় মাঝগঙ্গায়। শিকলের বাঁধন ছাড়িয়ে তাঁর উঠে আসার কথা ছিল। সেটাই ম্যাজিক। কিন্তু, এই ম্যাজিক দেখাতে গিয়েই এ দিন গঙ্গায় ভ্যানিশ ম্যাজিশিয়ান। হাত-পা বাঁধা অবস্থায় গঙ্গায় নামেন। কিন্তু, আর ওঠেননি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের, রবিবার দুপুরে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় নিখোঁজ