পরিকল্পনা মতো শহরের হেরিটেজ ভবনগুলিতে ‘ব্লু প্লাগ’ বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জানবাজারের রানি রাসমণির বাড়িতে এই ফলক বসানো হয়েছে। এবছরেই কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে এই ফলক বসানো হবে। এভাবে ধাপে ধাপে শহরের গ্রেড ওয়ানের সমস্ত হেরিটেজ ভবনে বসবে ‘ব্লু প্লাগ’।
আরও পড়ুন: ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডরে ২০০০ টাকা করে! সুকান্তর দাবিতে তীব্র শোরগোল, অস্বস্তিও
advertisement
লন্ডনের ধাঁচে হেরিটেজ চিহ্নিত করতে এই উদ্যোগ। কলকাতার আনাচ কানাচে ছড়িয়ে একাধিক ঐতিহ্যশালী ভবন। সেগুলির স্থাপত্য বা ভাস্কর্য ঐতিহ্যবাহী। আবার বহু জায়গা ঐতিহ্যশালী তালিকায় এসেছে বিখ্যাত মানুষজনের বসবাস বা কর্মক্ষেত্রের জন্য। শহরে এ সমস্ত ঐতিহ্যশালী জায়গাগুলি বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল গ্রেড ওয়ান। এই তালিকায় থাকা হেরিটেজের সংখ্যা এই শহরে ৬০০টির মতো।
লন্ডনের গ্রেড ওয়ান হেরিটেজগুলিতে একটি করে ‘ব্লু প্লাগ’ দেওয়া হয়। মানুষকে অবগত করার জন্য এই উদ্যোগ নিয়েছিল ওই শহর কর্তৃপক্ষ। সেই চিন্তাভাবনাকে এবার এই শহরেও প্রয়োগ করা হল। কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, ‘গ্রেড ওয়ান তালিকায় থাকা প্রতিটি ভবনের গায়ে কয়েক ধাপে লাগানো হবে ‘নীল প্লাগ’। সেটি কেন হেরিটেজ তাও লেখা থাকবে। হেরিটেজ সপ্তাহ মাথায় রেখে কয়েক ধাপে এই ফলক বসানোর কাজ হচ্ছে।’ এদিকে রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে এসেছেন প্রাক্তন রাজ্য সরকারের আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়। আগে এই পদে ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।
কলকাতায় হেরিটেজ ভবন নিয়ে অভিযোগ বিস্তর। এর আগে হেরিটেজ স্বীকৃতি দেওয়া বিভিন্ন ভবনে ই নির্মাণ কাজ হয়েছে। আর তাই নিয়ে সাধারণ মানুষ থেকে কাউন্সিলরদের অভিযোগ ছিল। কলকাতা পুরসভার অধিবেশনেও এই ধরনের প্রস্তাব ওঠে। এবার কলকাতা পুরসভা সতর্ক । হেরিটেজ গ্রেড ওয়ান যে ভবন সেগুলোকে সুরক্ষিত রাখতেই এই ব্লু প্লাগ দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভার ।