এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির সবাইকে এক হয়ে কাজ করার বার্তা দেওয়া হয় দিল্লির নেতাদের পক্ষ থেকে। এবার রাজ্য সফরে এসে দলীয় প্রশিক্ষণ শিবিরেই সেই বার্তা দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক। বিজেপির প্রশিক্ষণ শিবির উপলক্ষে দু'দিনের রাজ্য সফর শেষ করে মঙ্গলবার দিল্লি ফিরেছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সুনীল বনসলের প্রথম রাজ্য সফর।
advertisement
আরও পড়ুন: বিশেষ গুরুত্ব 'লক্ষ্মীর ভাণ্ডার'কে, ১৭ দফা গাইডলাইন নিয়েই আজ মেগা শো!
আর সেখানেও রাজ্য বিজেপি ঐক্যের ছবি দেখাতে পারেনি। এ রাজ্য থেকে মোদী সরকারের তিনজন কেন্দ্রীয় মন্ত্রী গরহাজির থাকলেন সুনীল বনসলের সফরেই। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দলের চারজন সাংসদ রয়েছেন। যাদের মধ্যে একমাত্র বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, সুনীল বনসলের এ রাজ্যের প্রথম দলীয় কর্মসূচিতে অংশ নিলেও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের দেখা মিলল না। তা নিয়েই শুরু হয়েছে বিজেপির অন্দরে জোর চর্চা। প্রশ্ন উঠতে শুরু করেছে দলের তিনজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রশিক্ষণ শিবিরে হাজির থাকতে বলা হলেও কেন তাঁরা অনুপস্থিত থাকলেন?
আরও পড়ুন: বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ ভুগবে সেই গরমেই! মারাত্মক পূর্বাভাস হাওয়া অফিসের
জানা গিয়েছে, শুধুমাত্র তিনজন কেন্দ্রীয় মন্ত্রীই শুধু নন, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের এ রাজ্যের প্রথম রাজনৈতিক শিবিরে বঙ্গের আরও কয়েকজন পদ্ম নেতাও গরহাজির ছিলেন। প্রসঙ্গত, দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা থেকে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে বাদ দিয়ে রাজ্যের অন্য চার সাংসদকে মন্ত্রী করেছিল বিজেপি। বাবুল বিজেপি ছেড়ে এখন রাজ্যে তৃণমূল সরকারের মন্ত্রী। দেবশ্রী এসেছেন বৈদিক ভিলেজের শিবিরে। এসেছেন বর্তমানে মন্ত্রী সুভাষ সরকারও। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেও ছিলেন তিনি। কিন্তু দলের টিকিটে জেতা শান্তনু নিশীথ ও জন এই তিন মন্ত্রী গড়হাজির থাকলেন সুনীল বনসলের প্রথম বঙ্গ সফরেই।
যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই একাধিক নেতা প্রশ্ন তোলায় রীতিমতো অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, যাঁরা আসতে পারেননি তাঁরা প্রত্যেকেই আমাকে বিশেষ কাজের কথা জানিয়ে ফোন করেছেন। তাই বঙ্গ বিজেপির ঐক্যের ছবি উধাও, একথা ঠিক নয়'। সুনীল বনসলের পর বি এল সন্তোষের পাঠশালাতেও বঙ্গ বিজেপির অনেকেই গরহাজির থাকায় কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষের প্রশ্নের মুখে পড়েন গেরুয়া শিবিরের বঙ্গ নেতারা। শৃঙ্খলা ও ঘরোয়া কোন্দল প্রশ্নে দিলেন কড়া বার্তাও। খবর বিজেপি সূত্রে।