মনোনয়ন পর্ব হোক ই-ফাইলিং প্রক্রিয়ায় ৷ এই আবেদন করে জনস্বার্থ মামলা করতে চলেছে বিজেপি ৷ ই-ফাইলিং প্রক্রিয়ার আবেদন করলেও কমিশনের নির্লিপ্ত ভূমিকায় এবার আদালতে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷
আরও পড়ুন--> আগামীকাল পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মিথ্যেবাদী’ ৷ মে মাসে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা মুকুল রায় ৷ পাশাপাশি, আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এবার সেই রাস্তাতেই হাঁটছে গেরুয়া শিবির ৷
advertisement
মে মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ নির্বাচন কমিশনের তরফে এই তারিখ ঘোষণার পরই ফের সম্মুখ সমরে বিজেপি-তৃণমূল দুই যুযুধান রাজনৈতিক দল ৷ বৃহস্পতিবার দুপুরে দাঁইহাটের টাউনহলে পূর্ব বর্ধমান জেলার বিজেপির ব্লক স্তরে কর্মী ও নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন রাজ্য বিজেপি নেতৃত্ব । সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যেবাদী’ বলে কটাক্ষ করে মুকুলের দাবি ছিল, ‘‘ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন পঞ্চায়েত নির্বাচন হবে অগস্ট মাসে ৷ কিন্তু এখন বলছেন মে মাসে ৷ ’’
মুকুল-দিলীপদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গী।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে খবর মে মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ৩ দফায় নির্বাচন হবে রাজ্যে ৷ ১০ তারিখের মধ্যে ভোট গণনা শেষ ৷ এরপরেই শুরু হবে বোর্ড গঠনের প্রক্রিয়া ৷