সেই নেতারা রাজ্যজুড়ে এক হাজার সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে।
জানা গিয়েছে, পদ্ম শিবিরের টার্গেট ১ হাজার পঞ্চায়েত। সেই লক্ষ্যেই রাজ্যের ১০০ জন নেতার তালিকা তৈরি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০০ জন নেতা মোট এক হাজার সভা করবেন। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে গ্রামের বাসিন্দাদের সঙ্গে খাওয়া-দাওয়াও করবেন বিজেপির নেতারা।
advertisement
আরও পড়ুন, শুরু ২৪-এর তোড়জোড়! অনুব্রত গড়ে আসছেন শাহ, রাজ্যে আসবেন প্রধানমন্ত্রীও
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে থেকে এই কর্মসূচি শুরু করেছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক নেতার কাঁধে ১০টি করে গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই সভা করে সংগঠন শক্তিশালী করতে মরিয়া বিজেপি শিবির।