TRENDING:

BJP Candidate List: প্রার্থী জট! বাংলার ২৩ কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা? মোদির উপস্থিতিতে চূড়ান্ত হবে আজ

Last Updated:

আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, মঙ্গলবারই চূড়ান্ত হবে বাংলার প্রার্থী তালিকা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল, সোমবার বিজেপির নির্বাচনী কোর কমিটির বৈঠকে বসে দিল্লিতে। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। আর আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা।
বাংলার ২৩ কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা?
বাংলার ২৩ কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা?
advertisement

বিজেপি সূত্রের খবর, বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলাদা করে সুকান্ত- শুভেন্দুর সঙ্গে সোমবার কথা হয়েছে অমিত শাহের। দিল্লির নির্বাচনী বৈঠকের পরই আজ কিংবা আগামিকাল, বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ২৩ টি আসনের প্রার্থী তালিকাও প্রকাশ করতে পারে বলে খবর। প্রসঙ্গত, লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি বিজেপি। সূত্রের খবর, বেশ কিছু কেন্দ্রে দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে। যেমন আসানসোল, মেদিনীপুর, কৃষ্ণনগর, উত্তর কলকাতা জলপাইগুড়ি, দার্জিলিং-সহ নানান কেন্দ্রে প্রার্থী কারা হবেন, সেই জট কাটাতেই সোমবার দিল্লিতে জরুরি বৈঠকে বসেছিল গেরুয়া শিবির।

advertisement

আরও পড়ুন– আজও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে! শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা এই ৮ জেলায়

কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করা হয় দিল্লিতে। বিজেপি সূত্রের খবর, ‘‘বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে। সেই ব্যাপারেই আলোচনার জন্য সোমবার দিল্লিতে জরুরি বৈঠক হয়। যদিও বঙ্গ পদ্ম শিবিরের দাবি, ‘‘কোনও জট নেই। শীঘ্রই প্রকাশিত হবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা।’’

advertisement

আরও পড়ুন– কমিশনের কাছে বড় দাবি শুভেন্দু অধিকারীর, শুধুমাত্র রাজীব কুমার নয়, শুভেন্দুর নিশানায় আর কে কে ?

এদিকে লোকসভা ভোটে প্রথম প্রার্থী তালিকায় বাংলা থেকে প্রথমে কুড়ি জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যদিও পরবর্তীকালে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পবন সিং ভোটে না লড়ার কথা জানান। তাই লোকসভা ভোটের ঘোষণা হলেও বিজেপি ৪২ টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৯ জনের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এখনও ২৩ আসনের প্রার্থী ঘোষণা বাকি। আজ সেই ২৩ টি আসনে দলীয় প্রার্থী কারা, সেই নাম চূড়ান্ত হবে বলে পদ্ম শিবির সূত্রের খবর। সোমবার অনেক রাত পর্যন্ত বঙ্গের বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে বিশেষ সূত্রের খবর।

advertisement

বৈঠকে অমিত শাহ, জে পি নাড্ডা-সহ শীর্ষ পদ্ম নেতৃত্ব উপস্থিত ছিলেন। আর আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরেই বাংলা-সহ বিভিন্ন রাজ্যের বকেয়া প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলেই খবর। তবে আজকের বৈঠকে সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীরা উপস্থিত না থাকলেও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতৃত্বরা বৈঠকে থাকবেন বলেই জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Candidate List: প্রার্থী জট! বাংলার ২৩ কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা? মোদির উপস্থিতিতে চূড়ান্ত হবে আজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল