বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষে রাসবিহারীতে উত্তেজনা ছড়ায়।
বুধবার কেওড়াতলার দেশবন্ধু স্মৃতি সৌধ পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙে একটি সংগঠন। তারপরই মূর্তি শোধনের ডাক দেন দিলীপ ঘোষ। বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। ব্যারিকেড দিয়ে কেওড়াতলা শ্মশান চত্ত্বর, রাসবিহারী মোড় ও টালিগঞ্জ রোড বন্ধ করা হয়। রোসবিহারী মোড়ে মোতায়েন ছিল জলকামান। দুপুরের দিকে রাসবিহারী মোড়ে জড়ো হন বিজেপি সমর্থকরা।
advertisement
টালিগঞ্জ রোডের মুখে পুলিশের আগে তৃণমূল সমর্থকরা ব্যারিকেড করেন। সেখানে বিজেপির সমর্থকরা গেলে তাঁদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়।
রাসবিহারীতে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। তর্জন-গর্জনই সার। প্রশাসনের কড়া পদক্ষেপে ভেস্তে গেল বিজেপির মূর্তি শোধন কর্মসূচি। কেওড়াতলায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে মারামারি। রাসবিহারীতে মিছিল আটকালো পুলিশ। কাল জেলায় জেলায় প্রতিবাদ দিলীপ ঘোষদের।