TRENDING:

ক্লাব অনুদান ও ইমাম ভাতার পক্ষে কোনওদিনই ছিলাম না, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দিলীপ ঘোষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২৮ হাজার ক্লাবকে পুজোর অনুদানের উপর আজই স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার পর্যন্ত কোনও অনুদান সংক্রান্ত পদক্ষেপ নেওয়া যাবে না, এই মর্মেও কঠোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ । জনগণের টাকায় কোন প্রেক্ষিতে ব্যবহার করা হবে এই নিয়েও রাজ্যকে প্রশ্ন করেছে হাইকোর্ট । এবার এই রায় নিয়েই সরব হল বিজেপি ।
advertisement

হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি । হাইকোর্টের রায়ের আরও একটি বড় বিষয় হল যে অন্য কোনও সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে কি আর্থিক অনুদান দেওয়া হয় ও এই মর্মেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন ।

আরও পড়ুন:  ২৮ হাজার ক্লাবকে পুজোর অনুদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন ইমাম ভাতা বা পুজোর ডোনেশন, দুটোরই বিপক্ষে বিজেপি; কোনওটাই সমর্থন করে না বিজেপি । প্রসঙ্গত, ২৮ হাজার ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার ঘোষণা করার পর থেকেই সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বিজেপি ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্লাব অনুদান ও ইমাম ভাতার পক্ষে কোনওদিনই ছিলাম না, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দিলীপ ঘোষ