২৮ হাজার ক্লাবকে পুজোর অনুদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
Last Updated:
পুজো কমিটিকে বিশেষ অনুদান দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট
#কলকাতা: পুজো কমিটিকে অনুদানের বিষয়টি নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রাজ্যের ২৮ হাজার ক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এই বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী । পুজো কমিটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করেন ওই আইনজীবি ৷
শুক্রবার এই মামলায় অনুদানের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না, জানিয়ে দিয়েছে হাইকোর্ট ।
advertisement
রাজ্য সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ-জনগণের টাকা কোন প্রেক্ষিতে ব্যবহার করা হবে,টাকা দেওয়ার গাইডলাইন কী? এছাড়াও অন্য সম্প্রদায়ের মূল উৎসবে আর্থিক অনুদান দেওয়া হয় কি না, নির্দিষ্ট ২৮ হাজার ক্লাবগুলি ছাড়াও অন্য পুজোগুলি টাকা পাবে কি না ও বেছে বেছে কীভাবে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে রাজ্যের কাছে প্রশ্ন তুলেছে হাইকোর্ট । পুরো টাকা খরচ না হলে অবশিষ্ট টাকা ফেরত পাওয়া যাবে কি না এই নিয়েও রাজ্যের কাছে উত্তর চেয়েছে হাইকোর্ট ।
Location :
First Published :
October 05, 2018 12:56 PM IST