আরও পড়ুন- বাড়ির নাম 'অপা'! ৭ কাঠা জমিতে অর্পিতার বিলাসবহুল ভবনের দলিলে মিলল পার্থর সই
সূত্রের খবর, শনিবারের কর্মসূচি শুরু হওয়ার অনেক আগেই বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেন হাজরা মোড়ে। “চোর ধরো, জেল ভরো” বিক্ষোভ শুরু হতেই আটক করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদারের গাড়ি হাজরাতে এসে পৌঁছতেই গাড়ি ঘিরে ধরে কলকাতা পুলিশ। চোর ধরো জেল ভরো লেখা পোস্টার নিয়ে সুকান্ত মজুমদার বিক্ষোভ দেখাতে শুরু করলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।
advertisement
আরও পড়ুন- "কজন মারাঠি বড়লোক হয়েছেন?" মারোয়াড়ি-গুজরাতি বিতর্কে রাজ্যপালের পাশে বিজেপি নেতা!
কলকাতা পুলিশের বিরুদ্ধে সুকান্ত মজুমদারকে শারীরিক নিগ্রহ করার অভিযোগের পাশাপাশি তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদেরও মারধর করার অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভানেত্রী সংঘমিত্রা চৌধুরীকেও পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায়।