বুধবার দিলীপ ঘোষ বলেন, 'এই সমস্ত ননসেন্সগুলো জানেই না৷ বিনা রেশন কার্ডে রেশন পাওয়া যায়? তথাকথিত বুদ্ধিজীবীরা সোনা চুরি করে ধরা পড়ে কাগজ দেখাতে পারেনি৷ আপনি এয়ারপোর্ট ঢুকলে বিনা আইকার্ডে ঢুকতে দেবে? বিনা আইকার্ডে ট্রেনে উঠলে সফর করতে দেবে? ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে৷ নেমকহারাম এরা৷ লোককে বোকা বানাচ্ছে৷ কাগজ তো অনেকেরই নেই, জানি৷ তারা তো ধরা পড়বেই৷ এই সব ডায়লগ মেরে কী হচ্ছে! যে সব বুদ্ধিজীবীরা পরজীবীর মতো অন্যের ঘাড়ে বসে খাচ্ছেন, তারা মিথ্যে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে৷'
advertisement
কিছু দিন আগে দেশজুড়ে ভাইরাল হয়েছিল লেখক বরুণ গ্রোভারের একটি ভিডিও। 'হম কাগজ নহি দিখায়েঙ্গে,' সিএএ ও এনআরসি-র বিরোধিতা করে লেখক আবৃত্তি করছিলেন ওই ভিডিওতে৷
সব্যসাচী চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী ও পরিচালক কঙ্কনা সেনশর্মা, লেখক মনোরঞ্জন ব্যাপারী, অভিনেত্রী চিত্রাঙ্গদাকে দেখা গিয়েছে এই ভিডিও-তে।