advertisement
ঠিক কী বলেন দিলীপ? রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি রাজ্যসভাপতি বলেন, 'নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ৫০০-৬০০ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। কুকুরে মতো মেরেছি উত্তরপ্রদেশে৷ তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি। এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।'
দিলীপের এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা ওঠে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, 'দিলীপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন৷ ওঁর মন্তব্যকে দল সমর্থন করে না৷ কোথাও কাউকে গুলি করে মারা হয়নি৷'
পাল্টা দিলীপ ঘোষ বলেন, 'যে যেমন বলছে বলুক৷ আমাদের সরকারই করেছে৷ সুযোগ পেলে আমরাও করব৷'