TRENDING:

নাগরাকাটায় খগেন মুর্মুর উপর হামলা! ঘটনার প্রতিবাদে তীর ধনুক হাতে পথে বিজেপি নেতৃত্ব

Last Updated:

রাজ্য সরকারের একাধিক বিষয় নিয়ে এদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব কটাক্ষ করেন। বঙ্গ বিজেপির জঙ্গলমহলের একাধিক সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিদের দেখা যায় তীর ধনুক-সহ আদিবাসী সমাজের ঐতিহ্য বহনকারী পোশাক পরে মিছিলে হাঁটতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খগেন মুর্মুর উপর হামলার তীব্র নিন্দা জানাতে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করছে বিজেপি। মঞ্চে ছিলেন দলের বড় নেতারা। একই সঙ্গে রাজ্যের নানা প্রান্তে নারী নির্যাতনের অভিযোগকেও তাঁরা হাতিয়ার করে নিয়েছেন। মিছিলে ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা ও সুকান্ত মজুমদারকে। তবে বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হাজির ছিলেন না।
নাগরাকাটায় হামলার ঘটনার প্রতিবাদে তীর ধনুক হাতে পথে বিজেপি নেতৃত্ব
নাগরাকাটায় হামলার ঘটনার প্রতিবাদে তীর ধনুক হাতে পথে বিজেপি নেতৃত্ব
advertisement

সুকান্ত বলেন, “পুলিশকে এক মাস সময় দিলাম-নাগরাকাটার প্রকৃত অপরাধীদের ধরতে হবে। না হলে বিজেপি নিজ উদ্যোগে ‘ট্রিটমেন্ট’ করবে।” তিনি আরও দাবি করলেন, “বৈধ ভোটারের নাম থাকুক, কিন্তু সেগুলো নিয়ে অস্বাভাবিকতা থাকলে তা ঠিক করা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম তালিকায় থাকবার কথা নয়-এটাই আমরা চাই।” শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে রাজনৈতিক হামলার ঘটনা বেড়েছে-সরকার আদিবাসী-বিরোধী আচরণ করছে। আজকের মিছিল আন্দোলনের শেষ নয়, শুরু মাত্র। বদল চাইলে বদল আনতেই হবে। ২৬-এ পরিবর্তন এলে আমরা বদলা নেব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

রাজ্য সরকারের একাধিক বিষয় নিয়ে এদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব কটাক্ষ করেন। বঙ্গ বিজেপির জঙ্গলমহলের একাধিক সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিদের দেখা যায় তীর ধনুক-সহ আদিবাসী সমাজের ঐতিহ্য বহনকারী পোশাক পরে মিছিলে হাঁটতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নাগরাকাটায় খগেন মুর্মুর উপর হামলা! ঘটনার প্রতিবাদে তীর ধনুক হাতে পথে বিজেপি নেতৃত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল