সুকান্ত বলেন, “পুলিশকে এক মাস সময় দিলাম-নাগরাকাটার প্রকৃত অপরাধীদের ধরতে হবে। না হলে বিজেপি নিজ উদ্যোগে ‘ট্রিটমেন্ট’ করবে।” তিনি আরও দাবি করলেন, “বৈধ ভোটারের নাম থাকুক, কিন্তু সেগুলো নিয়ে অস্বাভাবিকতা থাকলে তা ঠিক করা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম তালিকায় থাকবার কথা নয়-এটাই আমরা চাই।” শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে রাজনৈতিক হামলার ঘটনা বেড়েছে-সরকার আদিবাসী-বিরোধী আচরণ করছে। আজকের মিছিল আন্দোলনের শেষ নয়, শুরু মাত্র। বদল চাইলে বদল আনতেই হবে। ২৬-এ পরিবর্তন এলে আমরা বদলা নেব।”
advertisement
রাজ্য সরকারের একাধিক বিষয় নিয়ে এদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব কটাক্ষ করেন। বঙ্গ বিজেপির জঙ্গলমহলের একাধিক সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিদের দেখা যায় তীর ধনুক-সহ আদিবাসী সমাজের ঐতিহ্য বহনকারী পোশাক পরে মিছিলে হাঁটতে।