নদিয়ার বেথুয়াডহরিতে বিজেপির সভায় বক্তৃতা করার সময়, একদম শেষে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে বলতে শোনা যায়, "জয় ভারত। জয় বঙ্গাল।"
আরও পড়ুন: চোর সন্দেহে একরত্তি শিশুকে বেঁধে এলোপাথাড়ি চড়-থাপ্পর! ভিডিও দেখে আঁতকে উঠছেন সবাই
একুশের উত্তপ্ত ভোটযুদ্ধে বারবারই তৃণমূল নেতা, কর্মী- সমর্থকদের মুখে শোনা গিয়েছে 'জয় বাংলা' স্লোগান। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় 'জয় বাংলা'। এ নিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে সেই সময় সমালোচনাও করতে ছাড়েননি বিজেপি নেতারা। সেই জয় বাংলা স্লোগানই এবার বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে।
advertisement
একুশের নির্বাচনী প্রচার থেকে শুরু। বার বারই বাংলার মানুষের সামনে বাঙালি আবেগকে ছোঁয়ার মরিয়া চেষ্টা দেখা গিয়েছে বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে। কখনও তাঁদের মুখে বাংলার মনীষীদের কথা। কখনও ভাষণ দেওয়ার সময় ভাঙা ভাঙা বাংলায় কথা বলা। মোদি-শাহ কিংবা নড্ডা, প্রত্যেকের মুখেই কমবেশি এমন কথা শোনা গিয়েছে।
এ রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে এসে নরেন্দ্র মোদিকে বলতে শোনা গিয়েছে, "প্রিয় মা, বোন ভাই ও বন্ধুরা মেদিনীপুরের এই পবিত্র মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।" যদিও এত কিছুর পরেও সেই ভাঙা ভাঙা বাংলা পড়ার প্রভাব পড়েনি একুশের ইভিএম-এ।
বৃহস্পতিবার জেপি নাড্ডাকেও নদিয়ার সভাতে মাঝেমধ্যে বাংলায় বক্তব্য রাখতে দেখা যায়। এবার কি তবে পঞ্চায়েতে নজর?
শাসক শিবির অবশ্য বলছে, "মমতা আজ যা ভাবেন, নাড্ডারা তা কাল ভাবেন।" আর পাল্টা গেরুয়া শিবিরের দাবি, "'জয় বাংলা' মমতার স্লোগান নয়, এটা বাংলাদেশের স্লোগান।"