রাজ্যের সংগঠন ততটা পোক্ত নয়। তবুও রাজ্য বিজেপির নেতারা মনে করেন, সংগঠনের থেকেও মোদি অমিত শাহ বাংলার নিবাচনের দায়িত্ব নেবেন। তাতেই বাজিমাত হবে বঙ্গে। প্রধানমন্ত্রীর জনসভা, প্রায় কাছাকছি অমিত শাহের সভা বাংলা বিজেপিকে তরতাজা করে দেবে। মত এক বিজেপির রাজ্য নেতার।
advertisement
সূত্রের খবর, এই মাসের শেষে বা সামনের মাসেই অমিত শাহ আসতে পারেন সাংগঠনিক বৈঠক করতে। এই বৈঠকেই দলের খোলনোলচে বদলে দেবেন তিনি। দলকে করবেন নিবাচনমুখী। রাজ্য সভাপতির মতে, “নিবাচন জেতাতে অমিত শাহর বিকল্প নেই সারা ভারতবর্ষে”।
আরও পড়ুন: ভুটানে ১০০ ভারতীয় টাকার ‘দাম’ কত জানেন…! আপনার লাভ না ক্ষতি, আসল ‘উত্তর’ জানুন!
দলের মতে, প্রচারে এবার সবচেয়ে জোর দেওয়া হবে নারী নির্যাতন, রাজ্য সরকারের দুর্নীতি, বিজেপির সুশাসন এবং হিন্দুত্ব। বিরোধী দলনেতা এর মধ্যে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসলে লক্ষী ভান্ডার তিন হাজার করা হবে । একদিকে মোদিময় প্রচার আর অন্যদিকে ডোল পলিটিকস সহ নানা প্রতিশ্রুতির বন্যা আগামী ২৬ নির্বাচনের প্রধান হাতিয়ার হবে রাজ্য বিজেপির। বিহার নির্বাচনের পর তার প্রস্তূতি শুরু হল বাংলায়।
